ব্রিটেনে সরকারের দুই মন্ত্রীর পদত্যাগ
2022-07-06 11:40:28

জুন ৬: ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ ও অর্থমন্ত্রী ঋষি সুনাক গতকাল (মঙ্গলবার) পদত্যাগ করেছেন। পরে, প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন স্বাস্থ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী নিয়োগ করেন।

জাভিদ তাঁর পদত্যাগপত্রে বলেন, তিনি প্রধানমন্ত্রী জনসনের ওপর বিশ্বাস হারিয়েছেন। আর ঋষি সুনাক তাঁর চিঠিতে বলেন, সরকারকে যথাযথ, দায়িত্বশীল ও কঠোরভাবে কাজ করতে হবে। কিন্তু ব্রিটেনের বর্তমান সরকার তা করতে ব্যর্থ হচ্ছে। তাই তিনি পদত্যাগে বাধ্য হলেন।

ব্রিটেনের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পদ ব্রিটেনে সরকারের গুরুত্বপূর্ণ দুটি পদ। সাজিদ জাভিদ ও ঋষি সুনাক পদত্যাগ করায় বর্তমান সরকার বড় ধরনের চাপের মধ্যে পড়বে।

এদিন, প্রধানমন্ত্রী বরিস জনসন ডিউক অফ ল্যাঙ্কাস্টার কাউন্টির চ্যান্সেলর ও মন্ত্রিপরিষদ সচিব স্টিভ বার্কলেকে  স্বাস্থ্যমন্ত্রী হিসাবে এবং নাদিম জাহাভিকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)