‘অন্যের পথ রোধ করতে চাইলে নিজের পথ রুদ্ধ হয়’
2022-07-06 19:16:32


জুলাই ৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মু্খপাত্র চাও লি চিয়ান আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, অন্য দেশকে প্রযুক্তিগত দিক থেকে অবরুদ্ধ এবং বিচ্ছিন্ন করতে বা অন্যদের পথে বাধা দিতে চাইলে, নিজের পথেই বাধা আসে। 

 

তিনি বলেন, বর্তমান বিশ্বায়নের প্রেক্ষাপটেও যুক্তরাষ্ট্র বার বার প্রযুক্তি, অর্থনীতি ও বাণিজ্যের বিষয় নিয়ে অপরাজনীতি করে আসছে। অপর দেশের পথ রোধ করার চেষ্টা করছে। 


তিনি বলেন, সংশ্লিষ্ট পক্ষ বস্তুনিষ্ঠ এবং ন্যায্য অবস্থান থেকে নিজের দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনা করে ন্যায্য বাজার নীতি প্রয়োগ করতে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে বলে চীন আশা করে। (আকাশ/এনাম/রুবি)