জুলাই ৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (বুধবার) নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, আন্তরিক বন্ধু হিসেবে চীন সরকার ও জনগণ সবসময় আফগানদের নিরাপত্তার ওপর দৃষ্টি রাখে এবং প্রথমে প্রতিক্রিয়া দেখিয়েছে। দু’সপ্তাহে চীন ছয়বার পরিবহন ও চারবার বাণিজ্যিক বিশেষ বিমানে আফগানিস্তানে সহায়তা সামগ্রী পাঠিয়েছে।
আগামিকাল (বৃহস্পতিবার) চীনের সহায়তা সামগ্রীর শেষ চলান বিশেষ বিমান যোগে আফগানিস্তানে পৌঁছাবে। চীন প্রকৃত কর্মের মাধ্যমে চীন-আফগান মৈত্রীর প্রতিফলন ঘটিয়েছে। (শিশির/এনাম/আকাশ)