হুয়াং ই তা
2022-07-06 09:56:36

হুয়াং ই তা ১৯৭৯ সালের ১১ অগাস্ট সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন একজন গায়ক, অভিনেতা ও অডিও শিল্পী।

 

২০০৩ সালে তিনি চলচ্চিত্র ‘শব্দের রঙ’-এর জন্য সঙ্গীত রচনা করার পাশাপাশি চলচ্চিত্রের সকল থিম সং গান। ২০০৪ সালের এপ্রিলে সনি মিউজিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করার পর তিনি সঙ্গীত রচনা করতে তাইওয়ানে যান। একই বছর তিনি প্রথম একক অ্যালবাম ‘‘অনুবীক্ষণ যন্ত্রের নিচে প্রেম’’ প্রকাশ করেন। অ্যালবামটি দিয়ে তিনি সে বছর বেশ কয়েকটি পুরস্কার জিতেন। 

 

২০০৫ সালের জুন মাসে হুয়াং ই তা তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘এক্সক্লুসিভ পাসওয়ার্ড’ প্রকাশ করেন। নতুন অ্যালবামের ৫টি গানের সঙ্গীত, ২টি গানের লিরিক্স এবং ২টি গানের অর্কেস্ট্রেশন করার পাশাপাশি আংশিক গানের এবং রিমিক্স প্রযোজনা করেন তিনি। অ্যালবামের প্রধান গান ‘মেয়েটি আমাকে বললো’ ২০০৫ সালের ১২তম চীন সঙ্গীত পুরস্কারে হংকং ও তাইওয়ান অঞ্চলে বছরের সেরা জনপ্রিয় গান পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার জিতে। 

 

২০০৭ সালের ফেব্রুয়ারিতে তিনি তৃতীয় একক অ্যালবাম ‘সম্পূর্ণ শো’ প্রকাশ করেন। এবার তিনি প্রথম বারের মতো পুরো অ্যালবামের প্রযোজক হবার পাশাপাশি প্রত্যেক গানের রচনা ও  বিন্যাস করেন। অ্যালবামের শিরোনাম ও প্রধান গান ২০০৭ সালে টিভিবি ৮ গোল্ড সং পুরস্কার জিতে। 

২০০৮ সালের নভেম্বরে হুয়াং ই তা তাঁর চতুর্থ একক অ্যালবাম ‘নিজের জন্য গান’ প্রকাশ করেন। তিনি নিজেই ৯টি গানের রচনা এবং অধিকাংশ লিরিক্স সৃষ্টি সম্পন্ন করেন। এটা ছিল তাঁর সঙ্গীত জগতে প্রবেশ করার পর ১০ বছরে বিভিন্ন ধরনের অনুধাবন নিয়ে সম্পন্ন করা একটি অ্যালবাম। প্রত্যেক গানের বৈশিষ্ট্যময় তাত্পর্য আছে। অ্যালবামের প্রধান ও শিরোনাম গান যখন তাঁর বয়স ১৯ বছর, তখনকার লেখা। 


২০১০ সালের ডিসেম্বর মাসে হুয়াং ই তা মূল-ভূভাগের একটি বিনোদন কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। পরবর্তী বছরের ফেব্রুয়ারি মাসে তিনি প্রথম ইপি ‘ক্ষীণ আলো’ প্রকাশ করেন। এতে ৪টি গান ও একটি সঙ্গীত অন্তর্ভুক্ত হয়। তিনি নিজেই ইপি’র প্রায়ই সকল কাজ সম্পন্ন করেন। 

 

২০১৩ সালের এপ্রিল মাসে হুয়াং ই তা চার বছর পর আবার সনি মিউজিকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। সে বছরের জুন মাসে তিনি তাঁর পঞ্চম অ্যালবাম ‘হার্ট ডিস্ক’ প্রকাশ করেন। অ্যালবামটি রচনায় তাঁর এক পর্যায়ের সারসংক্ষেপ ব্যবহার করেন। 

 

(প্রেমা/এনাম)