চীন-মার্কিন সংলাপ সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা: সিএমজি সম্পাদকীয়
2022-07-06 15:52:06

জুলাই ৫: গতকাল (মঙ্গলবার) চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ হ্য ও মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট এল ইয়েলেন ভিডিও লিঙ্কের মাধ্যমে এক বৈঠক করেছেন। বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার দেড় বছরে চীন ও মার্কিন অর্থ-বাণিজ্য বিষয়ের অগ্রণীদের মধ্যে মোট পাঁচবার আলোচনা হয়েছে। গত বছরের তুলনায় চলতি বছর  আন্তর্জাতিক পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে। গত মার্চ মাসে চীন ও মার্কিন প্রেসিডেন্টের ভিডিও সংলাপে দুজন  দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের দিক-নির্দেশনা দিয়েছেন এবং বিশ্বের কঠোর চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে আলোচনা করেছেন।  গতকালের বৈঠকও প্রেসিডেন্টদ্বয়ের সংলাপের চেতনা বাস্তবায়ন করেছে।

 

চলতি বছরের ‘কালো রাজহাঁস ঘটনা’র প্রভাবে বিশ্বের ১৪৩টি অর্থনৈতি সত্তার অর্থনীতি বৃদ্ধির পূর্বভাস হ্রাস পায় এবং বিশ্ব অর্থনীতিতে ১৪৩টি অর্থনৈতি সত্তার অনুপাত ৮৬ শতাংশে দাঁড়ায়। এ সময়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ জোরদার অর্থবহ। চীন ‘যৌথভাবে’ মোকাবিলার কথা জোরদার করে স্নায়ুযদ্ধের মানসিকতা নিয়ে বিশ্ব শিল্প সরবরাহ চেইনের স্থিতিশীলতা নষ্ট করার খারাপ আচরণের ব্যাপারে সতর্কতা উচ্চারণ করেছে। বড় দেশ হিসেবে যখন কোন সিদ্ধান্ত নেয় বা অভিযান চালায়, তখন শুধু নিজের স্বার্থ ও চাহিদার ওপর দৃষ্টি রাখা যায় না। বিশ্বব্যাপী সমস্যার সঠিকভাবে সমাধানে মনোযোগ দিতে হয় এবং সারা পৃথিবীর বিলিয়ন বিলিয়ন মানুষের উত্পাদন ও জীবনযাপনকে বিবেচনায় রাখতে হয়। চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সাম্প্রতিক এক সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে। (শিশির/এনাম/আকাশ)