নতুন তিব্বত যাদুঘর শীঘ্রই খুলে দেওয়া হবে
2022-07-05 15:17:59

জুলাই ৫:  নতুন তিব্বত জাদুঘর শীঘ্রই খুলে দেওয়া হবে। ৬৬০ কোটি ইউয়ানে তিব্বত যাদুঘর পুনর্নিমাণের কাজ ২০১৭ সালের অক্টোবর থেকে শুরু হয়। প্রায় ৫ বছর স্থায়ী এ প্রকল্প তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জনগণের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রকল্প।

     তিব্বত যাদুঘরটি ১৯৯৯ সালের অক্টোবর সম্পূর্ণ হবার পর খুলে দেওয়া হয়েছিল। এটি তিব্বতের একমাত্র জাতীয় প্রথম-শ্রেণীর যাদুঘর। নতুন তিব্বত যাদুঘরের আয়তন ৬৫ হাজার বর্গমিটার। প্রধান ভবনে ৩টি তলা রয়েছে, যার মধ্যে প্রদর্শনী এলাকা, সংগ্রহ সংরক্ষণ এলাকা, পাবলিক সার্ভিস এলাকা, সাংস্কৃতিক পুরাকীর্তি সুরক্ষা গবেষণা এলাকা, ইত্যাদি রয়েছে। নতুন করে শিশুদের অভিজ্ঞতা হল, সাংস্কৃতিক এবং সৃজনশীল অভিজ্ঞতা হল, ৪ডি সিনেমা হল, দর্শন প্ল্যাটফর্ম, চা ঘর এবং অন্যান্য শিক্ষাগত এবং পরিষেবা সুবিধা নির্মিত হচ্ছে।

 (ইয়াং/আলিম/ছাই)