সংকট সমাধানে কূটনৈতিক পথ এখনো খুলা রয়েছে: ইরান
2022-07-05 16:37:49


জুলাই ৫: সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কূটনৈতিক পথ এখনো খুলা রয়েছে; তবে, যুক্তরাষ্ট্র কীভাবে এ রাজনৈতিক সুযোগ কাজে লাগাবে, তার উপর লক্ষ্য রাখতে হবে। 


তিনি জানান, কাতারের রাজধানী দোহায় আয়োজিত সংশ্লিষ্ট আলোচনায় যুক্তরাষ্ট্র ‘অগ্রগতি ও উদ্যোগের উদ্দেশ্যে’ কার্যক্রম চালায়নি। সম্প্রতি তিনি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপের পর এ বক্তব্য রাখেন। 


তিনি বলেন, দোহায় আয়োজিত আলোচনার তিনি ইতিবাচক মূল্যায়ন করেন। একটি সুষ্ঠু ও স্থায়ী চুক্তি বাস্তবায়নে ইরান নিষ্ঠাবান ও আন্তরিক। আলোচনায় ইরান এ সম্পর্কে ইতিবাচক প্রস্তাব ও ধারনা উত্থাপন করেছে। 

  

তিনি আরো বলেন, ইরান বরাবরই নিজের দায়িত্ব পালন করে আসছে; এবং আশা করে, অন্য পক্ষও সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবে। 

(আকাশ/এনাম/রুবি)