যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসে বন্দুকধারী গুলিতে নিহত ৬; আহত ৩০
2022-07-05 14:26:57


জুলাই ৫: যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় ইলিনয় রাজ্যের হাইল্যান্ড পার্ক শহরে গতকাল (সোমবার) ‘স্বাধীনতা দিবস’ উদযাপনের  মিছিল চলাকালে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৬ জন নিহত ও ৩০ জন আহত হয়।

হাইল্যান্ড পার্ক শহরের স্থানীয় পুলিশ জানায়, এদিন সকাল ১০টা ১৫ মিনিটে স্বাধীনতা দিবসের মিছিলটি শহরের কেন্দ্রস্থল অতিক্রম করার সময় হামলাটি হয়। তখন মিছিল দেখতে প্রচুর লোক জড়ো হয়েছিল। বন্দুকধারী কাছাকাছি একটি ভবনের ছাদ থেকে লোকজন লক্ষ্য করে গুলি চালায়।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে একটি রাইফেল পাওয়া গেছে। সন্দেহভাজন বন্দুকধারী ২২ বছর বয়সী সাদা পুরুষ। সে পলাতক আছে এবং তার হাতে আরও অস্ত্র রয়েছে।

মার্কিন ওয়েবসাইট ‘আগ্নেয়াস্ত্র সহিংসতার ফাইল’-এর সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, চলতি বছর যুক্তরাষ্ট্রে এমন অন্তত ৩০৯টি বন্দুক-হামলা হয়েছে, যেগুলোর প্রতিটিতে অন্তত ৪ জন করে প্রাণ হারিয়েছেন। এসব হামলায় মোট প্রাণ হারিয়েছেন ২২ হাজার নিরীহ মানুষ। (ওয়াং হাইমান/আলিম/ছাই)