গমের উত্পাদন বৃদ্ধির কৌশল
2022-07-05 18:50:20

জুলাই ৫: গ্রীষ্মকালীন ফসল কেটেছেন চীনের চাষী ওয়েই তোং ছেন। এবার তার জমিতে এতো ভালো ফসল হয়েছে যে, তা তিনি কল্পনাও করেননি। গত বছর শরত্কালীন বন্যার কারণে তিনি তার ১৫৩ হেক্টর জমিতে গম রোপণ করেন গত নভেম্বরে তথা তার আগের বছরের চেয়ে ২০ দিন দেরিতে। তিনি গমের উত্পাদন পরিমাণ নিয়ে চিন্তিত ছিলেন। তবে, তিনি ভাগ্যবান যে, তাপমাত্রাসহ নানা উপযোগী পরিবেশ এবং সরকারের গুরুত্বারোপের কারণে তার গমের ফলন ভাল হয়েছে। (রুবি/এনাম/শিশির)