‘যে কেউ একচীন নীতি চ্যালেঞ্জ করলে ব্যর্থ হবে’
2022-07-05 19:59:15


জুলাই ৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান,  কেউই একচীন নীতি চ্যালেঞ্জ করে সফল হবে না। 


সম্প্রতি মার্কিন একজন সিনিয়র গবেষক তার এক প্রবন্ধে লিখেছেন, ‘একচীন নীতি হচ্ছে মিথ্যা। তাইওয়ান চীনের একটি অংশ নয়’।   


এর জবাবে চাও লি চিয়ান বলেন, এ প্রবন্ধ স্কলার ও সংস্থার নামে মিথ্যা ছড়াচ্ছে। তা আসলে মিথ্যা।             


তিনি বলেন, বিশ্বে একটিমাত্র চীন রয়েছে, প্রাচীন কাল থেকেই তাইওয়ান হচ্ছে চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। ‘কায়রো ঘোষণা’ সহ বহু আন্তর্জাতিক আইন তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্ব স্পষ্টভাবে নিশ্চিত করেছে। 


তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখন্ডতা রক্ষায় চীনের  কার্যক্রমে যে কোনো বাইরের শক্তির হস্তক্ষেপ অগ্রহণযোগ্য।

(আকাশ/এনাম/রুবি)