ব্রিক্সের ‘চীনা বর্ষে’-র দ্বিতীয়ার্ধে ৮০টি সম্মেলন ও কার্যক্রম আয়োজন করা হবে: বেইজিং
2022-07-05 10:34:38

জুলাই ৫: গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সম্প্রতি ব্রিক্স নেতাদের সম্মেলন সফলভাবে শেষ হয়। এ প্রেক্ষাপটে, ব্রিক্সের ‘চীনা বর্ষের’ দ্বিতীয়ার্ধে বেইজিং প্রায় ৮০টি সম্মেলন ও কার্যক্রম আয়োজনের পরিকল্পনা করেছে। 

মুখপাত্র জানান, জুলাই মাসে টেলিযোগাযোগ, দুর্নীতিদমন ও শ্রমিক কর্মসংস্থানসহ বিভিন্ন ইস্যুতে ব্রিক্সের মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। চীন ব্রিক্সের অন্যান্য দেশের সঙ্গে হাতে হাত রেখে সদ্যসমাপ্ত শীর্ষসম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করবে, ব্রিক্সের আওতায় কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক সুসংহত করবে, বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা গভীরতর করবে। আর এর উদ্দেশ্য হবে, ব্রিক্সের জন্য আরও শক্তিশালী চালিকাশক্তির যোগান দেওয়া। (প্রেমা/আলিম/ছাই)