মিথ্যাচার বন্ধ করতে বেইজিংয়ে মার্কিন রাষ্ট্রদূতকে চীনের তাগিদ
2022-07-05 10:27:31

জুলাই ৫: বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নসকে, রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ সম্পর্কে চীনের অবস্থান ও ইউক্রেনে মার্কিন জৈব-পরীক্ষাগার নিয়ে, মিথ্যাচার বন্ধ করতে আহ্বান জানিয়েছে চীন। গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান।

মুখপাত্র চাও বলেন, ইউক্রেনসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের জৈব-পরীক্ষাগার থাকার ব্যাপারে অনেক প্রমাণ আছে। আন্তর্জাতিক সমাজও এ নিয়ে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের উচিত এ ব্যাপারে গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া।

তিনি বলেন, যদি কোনো সমস্যা না-থাকে, তাহলে কেন ফোর্ট ডেট্রিকসহ বিভিন্ন জৈব-পরীক্ষাগার আন্তর্জাতিক তদন্তের জন্য খুলে দেওয়া হচ্ছে না?  কেন যুক্তরাষ্ট্র ‘জীবাণু অস্ত্র কনভেনশন’-এর পর্যবেক্ষণ-ব্যবস্থা গড়ে তোলার পথে বাধার সৃষ্টি করে চলেছে?

উল্লেখ্য, সম্প্রতি চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নস এই মর্মে অভিযোগ করেন যে, চীন ন্যাটোকে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের জন্য দায়ী করছে এবং ইউক্রেনে মার্কিন জৈব-পরীক্ষাগার নিয়ে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। (সুবর্ণা/আলিম/মুক্তা)