আরও বেশি দেশ ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগে অংশ নেবে: চীনের আশাবাদ
2022-07-05 10:26:24

জুলাই ৫: গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন-লাওস রেলপথ আসিয়ানের সদস্যদেশের সাথে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় চীনের সহযোগিতার এক উজ্জ্বল  দৃষ্টান্তে পরিণত হয়েছে। তাই, আরও বেশি দেশ এ উদ্যোগে অংশ নিয়ে পারস্পরিক যোগাযোগের সুযোগ-সুবিধা পেতে চাইবে বলে আশা করে বেইজিং।

তিনি বলেন, চীন-লাওস রেলপথ উত্তর দিকে চীনের অনেক শহরকে লাওসের সাথে সংযুক্ত করবে এবং দক্ষিণে থাইল্যান্ড, মালিয়েশিয়া ও সিঙ্গাপুরের সাথে লাওসের সংযোগ গড়ে তুলবে। তাই লাওসের জন্য এটি অতুলনীয় উন্নয়নের সুযোগ বটে।

চীনা মুখপাত্র চাও আরও বলেন, গত ৯ বছরে ‘এক অঞ্চল, এক পথ’-এর আওতায় লাওসসহ ১৪৯টি দেশ ও ৩২টি আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতামূলক দলিল স্বাক্ষর করেছে চীন। এতে ৩ সহস্রাধিক প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে এবং পুঁজি বিনিয়োগের পরিমাণও প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার। এ উদ্যোগ বিশ্বের আরও বেশি মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আশা করে চীন। (সুবর্ণা/আলিম/মুক্তা)