‘বিশ্ব উন্নয়ন: অভিন্ন দায়িত্ব ও তত্পরতার মূল্যবোধ’ শীর্ষক ফোরামকে সি চিন পিং’র অভিনন্দন
2022-07-05 16:29:52

জুন ৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (সোমবার) ‘বিশ্ব উন্নয়ন: অভিন্ন  দায়িত্ব ও তত্পরতার মূল্যবোধ’ শীর্ষক থিঙ্ক ট্যাংক মিডিয়ার উচ্চ পর্যায়ের ফোরামে এক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

 

অভিনন্দনবার্তায় সি চিন পিং বলেন, বর্তমানে বিশ্বের শত বছরের অদেখা পরিবর্তন ও শতাব্দীতে অদেখা করোনা মহামারির সংমিশ্রণে বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার দুর্বল হয়েছে। উত্তর ও দক্ষিণের মধ্যে ব্যবধান বেড়ে যাচ্ছে। বিশ্ব আবার দাঙ্গা ও বিপ্লবের সময়কালে প্রবেশ করেছে। বিশ্ব উন্নয়ন সাধন করা মানব জাতির অভিন্ন বিষয়ে পরিণত হয়েছে। তাই চীন বিশ্ব উন্নয়ন উদ্যোগ উত্থাপন করেছে।  বিভিন্ন দেশের সঙ্গে মানুষকে কেন্দ্র করে উপকারিতা ও সহনশীলতার ভিত্তিতে সৃজনশীল চালিকাশক্তি প্রয়োগের মাধ্যমে মানুষ ও প্রকৃতির সম্প্রীতিময় সহাবস্থান সাধন, উন্নয়নকে আন্তর্জাতিক সমাজের অগ্রাধিকার দিয়ে জাতিসংঘের ২০৩০ এজেন্ডার টেকসই উন্নয়ন প্রক্রিয়া দ্রুততর করতে এবং আরও শক্তিশালী, সুবজ ও স্বাস্থ্যকর বিশ্ব উন্নয়ন বাস্তবায়ন করতে চায় চীন।

 

এই উচ্চ পর্যায়ের ফোরাম এদিন বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধান আয়োজক হিসেবে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় এবং সহায়ক হিসেবে চীনের সামাজ ও প্রযুক্তি একাডেমী, রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন  ও গবেষণা কেন্দ্র এবং চায়না মিডিয়া গ্রুপ এ অনুষ্ঠান আয়োজন করেছে।

 

(রুবি/এনাম/শিশির)