চীনের ওপর থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার বিশ্বের জন্য কল্যাণকর: চাও লি চিয়ান
2022-07-05 20:03:54


জুলাই ৫: আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান জানান, চীনের ওপর অতিরিক্ত আরোপকৃত সব শুল্ক তুলে নেয়া চীন-মার্কিন সম্পর্ক এবং গোটা বিশ্বের জন্য কল্যাণকর হবে। 


চাও লি চিয়ান বলেন, তথাকথিত “বাজারহীন বাণিজ্য কার্যক্রমের” জন্য যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে অভিযোগ করেছে। তাও আমরা লক্ষ্য করেছি। কিন্তু যুক্তরাষ্ট্রের এহেন বক্তব্য বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। 


তিনি জানান, বিগত ৪০টিরও বেশি বছরের বাস্তবতা প্রমাণ করেছে যে, চীনের অর্থনীতির সফলতা হচ্ছে সংস্কার ও উন্মুক্তকরণ নীতির সফলতা। তা বাজার পদ্ধতির ভূমিকা ও সরকারের ভূমিকার কার্যকর সংযোগের সফলতা। তা হচ্ছে চীনা অর্থনৈতিক উন্নয়নের অমূল্য অভিজ্ঞতা। চীনের সংস্কার ও উন্মুক্তকরণ চীন ও বিশ্বের জন্য কল্যাণকর। তা শুধু চীনের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিচ্ছে-তা নয়, বরং বিশ্বের অর্থনীতির সমৃদ্ধির জন্যও এটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 


তিনি জানান, শুল্ক বিষয়ে চীনের অবস্থান হচ্ছে একই এবং স্পষ্ট। চীনের ওপর অতিরিক্ত আরোপ করা সব শুল্ক তুলে নেয়া চীন ও যুক্তরাষ্ট্র এবং গোটা বিশ্বের জন্য কল্যাণকর হবে।


মার্কিন এক থিঙ্ক ট্যাংকের মতে, চীনের ওপর অতিরিক্ত আরোপ করা সব শুল্ক তুলে নিলে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির হার ১ শতাংশ কমে যাবে। উচ্চ মুদ্রাস্ফীতির এই সময়ে দ্রুত চীনের ওপর থেকে অতিরিক্ত শুল্ক তুলে নিলে ভোক্তা ও শিল্পপ্রতিষ্ঠানগুলো লাভবান হবে। 

(আকাশ/এনাম/রুবি)