মার্কিন অর্থমন্ত্রীর সঙ্গে চীনা উপ-প্রধানমন্ত্রীর ভিডিও সাক্ষাত্
2022-07-05 15:56:55


 

জুলাই ৫: আজ (মঙ্গলবার) চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, চীনের উপ-প্রধানমন্ত্রী ও চীন-মার্কিন সার্বিক অর্থনৈতিক সংলাপের চীনা অগ্রণী লিউ হ্য মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট এল ইয়েলেনের সঙ্গে ভিডিও লিঙ্কের মাধ্যমে সাক্ষাত্ করেছেন।

 

সাক্ষাতে দু’পক্ষ সামষ্টিক অর্থনীতির পরিস্থিতি, বিশ্ব শিল্প ও সরবরাহ চেইনের স্থিতিশীলতাসহ নানা বিষয় নিয়ে বাস্তব ও আন্তরিক মতবিনিময় করেছে।

 

দু’পক্ষ মনে করে, বর্তমানে বিশ্ব অর্থনীতি কঠোর চ্যালেঞ্জের সম্মুখীণ এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামষ্টিক অর্থনৈতিক নীতি নিয়ে সমন্বয় ও যোগাযোগ জোরদার করা খুব গুরুত্বর্পূ। বিশ্ব শিল্প ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা একসাথে রক্ষা করা দেশ দুটি ও সারা বিশ্বের জন্য উপকারী হবে।

 

চীনের উপর থেকে অতিরিক্ত শুল্ক ও অবরোধ ব্যবস্থা সরিয়ে নেয়া এবং চীনা কোম্পানির সাথে  ন্যায্য আচরণ করাসহ নানা বিষয়ে উদ্বেগ্ন প্রকাশ করে বেইজিং এবং সংলাপ ও যোগাযোগ বজায় রাখতে একমত হয় দু’পক্ষ। (শিশির/এনাম/রুবি)