‘ব্রিকস শীর্ষসম্মেলন ছিল খুবই তাত্পর্যপূর্ণ’
2022-07-04 19:47:17


জুলাই ৪: সম্প্রতি রুশ শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী সিনহুয়া বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, ১৪তম ব্রিকস শীর্ষসম্মেলনের আয়োজন বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ বাস্তব তাত্পর্য বহন করেছে। 


তিনি বলেন, এবারের শীর্ষ সম্মেলনের থিম হচ্ছে ‘উচ্চ গুণগত মানের অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা এবং একযোগে বৈশ্বিক উন্নয়নের নতুন যুগ সৃষ্টি’। আগের যে কোনো সময়ের চেয়েও বেশি বাস্তব অর্থ আছে এই থিমের। 


তিনি মনে করেন, বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করতে আন্তর্জাতিক সমাজের অভিন্ন কার্যক্রম দরকার। ব্রিকস দেশসহ বিশ্বের প্রধান প্রধান অর্থনীতিসমূহের উচিত আরো সমন্বয় চালানো, একযোগে বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

 

(আকাশ/এনাম/রুবি)