পান ইউয়ে ইয়ুন
2022-07-04 09:30:59

পান ইউয়ে ইয়ুন ১৯৫৭ সালের ১৯ নভেম্বর চীনের তাইওয়ান প্রদেশের কাও সিয়োং শহরে জন্মগ্রহণ করেন। তিনি তাইওয়ানের একজন গায়িকা।

 

১৯৮০ সালের ৩১ অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। একই বছর ‘আমার অনুভূতি’ গানটি দিয়ে তিনি সঙ্গীত জগতে জনপ্রিয় হয়ে ওঠেন। 

 

১৯৮১ সালের ডিসেম্বরে পান ইউয়ে ইয়ুন তাঁর প্রথম অ্যালবাম ‘বিদায় এবং বিদায়’ প্রকাশ করেন। অ্যালবামের শিরোনাম সংগীত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ভালোবাসা অর্জন করে। ১৯৮২ সালের অগাস্টে তিনি ‘প্রতিদিন নীল আকাশ’ নামক সঙ্গীত ও সাহিত্যের সংমিশ্রণে একটি অ্যালবাম প্রকাশ করেন। তার লক্ষাধিক কপি বিক্রির রেকর্ড সৃষ্টি হয়। অ্যালবামটি দিয়ে তিনি তাইওয়ানে অনেক জনপ্রিয় হয়ে ওঠেন এবং পর পর বেশ কয়েকটি পুরস্কার জিতেন।

 

১৯৮৩ সালের জানুয়ারিতে তিনি একটি চলচ্চিত্রে অতিথি হিসেবে অভিনয় করেন। এছাড়া তিনি চলচ্চিত্রের মূল শব্দ টেপের জন্য ‘বন্য লিলিও বসন্তের অধিকারী’ ও ‘বন্য পাখিরা উড়ে বেড়ায়’ রেকর্ড করেন। এর মধ্যে  ‘বন্য লিলিও বসন্তের অধিকারী’ গানটি অনেক গায়ক-গায়িকা তাদের কভার সংস্করণ করেছেন। ফলে এটি বিংশ শতাব্দীর ৮০-এর দশকের  রক রেকর্ডস কোম্পানির একটি ট্যাগে পরিণত হয়। 

১৯৮৬ সালের জানুয়ারিতে রক রেকর্ডস কোম্পানির প্রথম দফা সিডি বাজারে আসে। এর মধ্যে পান ইউয়ে ইয়ুনের দু’টো সিলেক্টেড অ্যালবাম অন্তর্ভুক্ত হয়। একই বছরের ফেব্রুয়ারি মাসে তিনি ‘নতুন গান ও সিলেক্টেড’ নামক অ্যালবাম প্রকাশ করেন। এর মধ্যে ‘সূর্যাস্ত লাল’ নামক গানটি তাঁর প্রতিনিধিত্বমূলক গানগুলির অন্যতমে পরিণত হয়। গানটি একই নামের একটি টিভি নাটকের থিম সং হয়। 

 

১৯৮৭ সালের সেপ্টেম্বর মাসে পান ইউয়ে ইয়ুনের একক গান ‘ওসমানথাস অ্যালি’ প্রকাশ করেন। গানটি একই নামের চলচ্চিত্রের মুভি সাউন্ডট্র্যাকে অন্তর্ভুক্ত হয়। গানটি দিয়ে তিনি ২৪তম  গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রের গান পুরস্কার জিতেন।

 

১৯৮৯ সালের সেপ্টেম্বরে তিনি ‘আমি কী তোমার সবচেয়ে প্রিয়?’ নামক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের শিরোনাম সংগীত দিয়ে তিনি চীনের মূল-ভূভাগে জনপ্রিয় হয়ে ওঠেন। গানটি তাঁর প্রতিনিধিত্বমূলক গানগুলির অন্যতম এবং পর পর অনেক পুরস্কার জিতে। 

   

(প্রেমা/এনাম)