মিয়ানমারে সংকট সমাধানে চীনের ৩ প্রত্যাশা
2022-07-04 16:11:17

জুলাই ৪: স্থানীয় সময় গতকাল (রোববার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোনের সঙ্গে মিয়ানমার পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন।

 

ওয়াং ই’র কাছে আসিয়ানের বিশেষ দূত হিসেবে তাঁর মিয়ানমার সফরের অবস্থা তুলে ধরেন কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী।  মিয়ানমার ইস্যুতে কম্বোডিয়ার ইতিবাচক মধ্যস্থতার প্রশংসা এবং এ বিষয়ে চীনের তিনটি প্রত্যাশার কথা  প্রকাশ করেন ওয়াং ই।

 

প্রথমত, চীন ও আসিয়ান একসাথে সংবিধান এবং আইনী কাঠামোতে মিয়ানমারের রাজনৈতিক সমঝোতা এগিয়ে নেবে।

 

দ্বিতীয়ত, চীন ও আসিয়ান একসাথে মিয়ানমারে গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া পুনরুদ্ধার এগিয়ে নেবে।

 

তৃতীয়ত, চীন আশা করে, আসিয়ান অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার ঐতিহ্য ও মৌলিক নীতিতে অবিচল থাকবে এবং আসিয়ানের ঐক্য ও নেতৃস্থানীয় অবস্থান বজায় রাখবে। (শিশির/এনাম/রুবি)