বৈশ্বিক উন্নয়ন প্রস্তাবে সবার অংশগ্রহণকে স্বাগত জানায় চীন
2022-07-04 16:55:34

জুলাই ৪: আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্বের চেতনায় অবিচল রয়েছে এবং নানা দেশ ও আন্তর্জাতিক সংস্থার তাতে অংশগ্রহণকে স্বাগত জানায় চীন।

 

চাও লি চিয়ান বলেন, সম্প্রতি অনুষ্ঠিত বৈশ্বিক উন্নয়নের উচ্চ পর্যায়ের সংলাপে নানা দেশের নেতারা বৈশ্বিক উন্নয়ন প্রস্তাবের উচ্চ মূল্যায়ন করেছেন। তাঁদের মতে, এ প্রস্তাব নানা দেশের, বিশেষ করে উন্নয়নশীল দেশের, উন্নয়নের জরুরি চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং ২০৩০ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাস্তব পদ্ধতি প্রদান করে।

 

তিনি বলেন, সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ধারাবাহিক বৈশ্বিক উন্নয়ন-বিষয়ক বাস্তব সহযোগিতা পদক্ষেপ উত্থাপন করেন এবং সম্মেলনের পরে চীন প্রকাশ করে ৩২টি ফলাফলের নামতালিকা। বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব বাস্তবায়নে চীন প্রথমে ব্যবস্থা নিয়েছে। সম্মেলনের অংশগ্রহণকারী নেতারা এর প্রশংসা এবং সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন।

 

চীনা মুখপাত্র বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক সমাজের সঙ্গে সংলাপের ফলাফল বাস্তবায়ন করতে এবং বৈশ্বিক উন্নয়ন প্রস্তাবের আওতায় দারিদ্র্যবিমোচন, খাদ্য নিরাপত্তা, মহামারি প্রতিরোধ ও টিকা, জলবায়ু পরিবর্তন ও গ্রীন উন্নয়ন, শিল্পায়ন, ডিজিটাল অর্থনীতিসহ নানা ক্ষেত্রে বাস্তব সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক চীন। (শিশির/এনাম/রুবি)