‘চীনের মহাকাশ পরিকল্পনার বিরুদ্ধে মার্কিন কর্মকর্তার বক্তব্য দায়িত্বহীন’
2022-07-04 18:39:03


জুলাই ৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীনের স্বাভাবিক ও যুক্তিসংগত মহাকাশ পরিকল্পনার বিরুদ্ধে মার্কিন কিছু কর্মকর্তা অব্যাহতভাবে অপবাদ ছড়াচ্ছে। এ ধরনের দায়িত্বহীন বক্তব্যের তীব্র বিরোধিতা করে চীন।            

 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাসা প্রধান জার্মান তথ্যমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, চীনের মহাকাশ পরিকল্পনা হচ্ছে একটি সামরিক পরিকল্পনা। চীন সম্ভবত চাঁদকে দখল করবে। 


তিনি আরো বলেন, চীনের মহাকাশ স্টেশনের মিশন হচ্ছে অন্যদের উপগ্রহকে ধ্বংস করা শিখা।


এমন বক্তব্যের জবাবে চাও লি চিয়ান বলেন, চীন বরাবরই শান্তিপূর্ণভাবে মহাকাশকে কাজে লাগানোর আহ্বান জানায়। মহাকাশে সশস্ত্রকরণ ও অস্ত্রের প্রতিযোগিতার বিরোধিতা করে চীন।


চীনা মুখপাত্র বলেন, মহাকাশে মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠাকে এগিয়ে নেয়ার জন্য চীন ইতিবাচকভাবে কাজ করে আসছে। 

(আকাশ/এনাম/রুবি)