আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে চীনের ই উ বাজার
2022-07-04 15:23:29

যদিও চলতি বছর ই উ বাজারটির বৈশ্বিক মহামারীর সম্মুখীন হয়েছে, তবুও “ভাল সূচনা” বাস্তবায়িত হয়েছে। বছরের প্রথম প্রান্তিকে ই উ’র মোট আমদানি-রপ্তানি পরিমাণ ছিল ১০ হাজার ৬২৯ কোটি ইউয়ান। যা গত বছরের একই সময়ের তুলনায় ৬৩.৯ শতাংশ বেশি।

 

চীনের জে চিয়াং প্রদেশের ই উ বাজারকে ‘প্রাচ্যের রহস্যময় শক্তি’ বলে গণ্য করা হয়। চলুন, জানা যাক ই উ বাজার কীভাবে উন্নত হয়েছে? এবং এখানকার কোন কোন পণ্য জনপ্রিয়?

 

জে চিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লা মা (চীনা নাম) তাঁর দ্বিতীয় জন্মস্থান ই উ-তে এসে জে চিয়াং চায়না কমোডিটি সিটি গ্রুপ জয়েন্ট-স্টক কো. লিমিটেডের সিপিসির সম্পাদক ও মহাপরিচালক জাও ওয়েন গে’র সঙ্গে ‘বিদেশী ব্যবসায়ী’র চাক্ষুষ কোণ থেকে দেশি-বিদেশি নেটিজেনদের নিয়ে ছোট পণ্যদ্রব্যের সমুদ্রে ঘুরে বেড়ান।

 

লা মা হচ্ছেন জর্ডানী। যখন তাঁর বয়স ৩ বছর, তখন তিনি বাবামা’র সঙ্গে ই উ’তে চলে আসেন। ১৬ বছর পার হয়ে গেছে, তিনি ই উ’কে নিজের অন্য একটি জন্মস্থান হিসেবে মনে করেন। সুতরাং তাঁর জন্য ই উ বাজার অপরিচিত নয়। তিনি বলেন, “আমি সবসময় বাবামা’র সঙ্গে এখানে পণ্যদ্রব্য বাছাই করতে আসি। তারপর এসব জর্ডানে বিক্রি করি। জর্ডানে সস্তা ও সূক্ষ্ম ই উ’র ছোট পণ্য খুবই জনপ্রিয়।”

 

ঠিক এ ধরনের বিশেষ ভাবাবেগের কারণে তিনি আশা করেন, ক্যামেরা ও ইন্টারনেটের মাধ্যমে আরো বেশি মানুষ ই উ বাজারকে উপলব্ধি করবে। এবার বিদেশী উপস্থাপিকা লা মা তাঁর বিশেষ ‘পণ্য বাছাই ভ্রমন’ শুরু করেন।

 

জানা গেছে, এবারের কার্যক্রম চীনা, ইংরেজি ও ফরাসি তিনটি ভাষায় আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রচারিত হবে। যাতে সারা বিশ্ব আরো ভালোভাবে সত্যিকার, ত্রিমাত্রিক ও সার্বিক জেচিয়াংকে উপলব্ধি করতে পারে।

 

চকচকে আনুষাঙ্গিক, উচ্চ প্রযুক্তির বৈদ্যুতিক খেলনা এবং ভাল মানের ও সস্তা দৈনন্দিন পণ্য...... ই উ বাজারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে লা মা’র মনে হয় ‘ছোট পণ্যের সমুদ্রে’ আচ্ছন্ন করা হয়। তাঁর কৌতূহল, এতো বড় বাজার কীভাবে উন্নত হয়েছে?

 

জাও ওয়েন গে লা মা’কে জানান, ই উ বাজারের শুরু ২ শতাধিক বছর আগে। তখন ই উ অধিবাসীদের ড্রাম বাজিয়ে রাস্তায় ঘুরে পণ্য বিনিময় করার মাধ্যমে জীবিকা আয় করতে হতো। বিংশ শতাব্দীর ৭০-এর দশকের শেষে উন্মুক্তকরণের ফলে ‘রাস্তা বাজার’ ত্বরান্বিত করে।

 

১৯৮২ সাল থেকে ই উ বাজার ছ’বারের মতো ঠিকানা স্থানান্তর, ১০ বার সম্প্রসারণ এবং ৫ প্রজন্ম উত্তরণের পর পণ্য বাজার দ্রুত উন্নয়নের পথে চলে আসে। ফলে “দেশব্যাপী কেনা, দেশব্যাপী বিক্রি করা” থেকে “বিশ্বব্যাপী কেনা, বিশ্বব্যাপী বিক্রি করা”র পরিবর্তন বাস্তবায়ন করে। বর্তমানে বাজারের ব্যবসা এলাকার আয়তন ৬৪ লক্ষাধিক বর্গমিটার। ৭৫ হাজারটি বুথে ২৬টি ধরনের ২১ লাখ একক পণ্য বিক্রি করা হয়। প্রত্যেক বুথের সামনে ৩ মিনিট থেমে পুরো বাজার বেড়াতে দেড় বছর লাগবে।

 

দ্রুত উন্নয়ন ই উ বাজার অনেক বিদেশীদের আকর্ষণ করে। বর্তমানে বাজারটি বিশ্বের ২৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ করে। কোভিড মহামারীর আগে, প্রতিবছর ই উ’তে ক্রয় করা বিদেশি ব্যবসায়ীর সংখ্যা ৫.৫ লাখ পার্সন-টাইম ছিল। ১৫ হাজারেরও বেশি বিদেশী ব্যবসায়ী ই উ’তে স্থায়ী ছিলেন। ই উ’তে বিভিন্ন বৈদেশিক পুঁজির সংস্থা ৮ হাজারেরও বেশি। ২০২১ সালে ই উ’র বৈদেশিক বাণিজ্যের আমদানি-রপ্তানির পরিমাণ ৩৯ হাজার কোটি ইউয়ান ছিল। এর মধ্যে ‘এক অঞ্চল এক পথ’ বরাবর দেশ ও অঞ্চলে আমদানি-রপ্তানির পরিমাণ ছিল ১৬ হাজার কোটি ইউয়ান।

 

একই সময় ই উ বাজারের “দেশব্যাপী কেনা, দেশব্যাপী বিক্রি করা”র লজিস্টিক পথও অব্যাহতভাবে উন্নয়ন হচ্ছে। “মাদ্রিদ-ই উ ট্রেন” চীন-ইউরোপ ট্রেনের ই উ প্ল্যাটফর্ম ১৭টি দিকের আন্তর্জাতিক মালবাহী পয়েন্ট-টু-পয়েন্ট সরাসরি ট্রেন রুট খুলে। যা ইউরেশিয়ার ৫০টি দেশ ও অঞ্চলের ১৬০টিরও বেশি শহরে যায়।

 

যদিও বর্তমানে বিদেশী ব্যবসায়ীরা ক্রেতার জন্য ই উ’তে আসার অসুবিধা আছে, তবুও লা মা আবিষ্কার করেছেন যে, দোকান মালিকরা ভিডিও সংযোগের মাধ্যমে গ্রাহকদের নমুনা দেখাতে ও আলোচনা করতে আমন্ত্রণ জানান। মুখোমুখি থেকে “পর্দা-টু-পর্দা” পর্যন্ত এ রকম ‘ক্লাউড লেন-দেন’ কিছু সময় স্থায়ী হয়েছে।

 

“শুধুমাত্র অসময়ের ধারণা আছে, অসময়ের বাজার নেই। মনোযোগ দিয়ে বিবেচনা করলে অর্ডার আসবে, গ্রাহক আসবে।” তুষারশুভ্র খেলনা দোকানের মালিক লা মা’কে বলেন, ই উ বাজারের অনলাইন প্ল্যাটফর্ম চায়নাগুডসের মাধ্যমে পণ্য বাছাই করা যায়। “বাজারের সকল দোকান ও পণ্য অনলাইনেও আছে।”

 

অফলাইন বাণিজ্য থেকে ডিজিটাল বাণিজ্য যুগ উন্নয়ন হচ্ছে। ই উ বাজারও সময়ের সঙ্গে এগিয়ে যায়। চাও ওয়েন গে জানান, ভবিষ্যতে ই উ ছোট পণ্য বাজারের “মানুষ, মাল ও স্থান”-এর কেন্দ্রীয় প্রতিদ্বন্দ্বিশক্তি উন্নত করা হবে। সৃজনশীলতা, ডিজাইন, পেটেন্ট, ব্র্যান্ড, গুণগতমান, মানদণ্ড ও মার্কেটিংসহ বিভিন্ন দিকে বাজার সত্তার বাণিজ্যিক দক্ষতা উন্নত করা, পণ্যের আপগ্রেডিং দ্রুততর করা, নতুন বাণিজ্যিক কার্যক্রম নতুন রূপ লালন-পালন করার মাধ্যমে বিশ্ব বাণিজ্যের নতুন প্রজন্ম বাজার তৈরী করা হবে।

 

জাও ওয়েন গে আরো জানান, ই উ’র বাইরে বাজার উন্নয়ন করা হবে। ই উ ছোট পণ্যের বিশ্ব সাপ্লাই চেইন পরিষেবা বদ্ধ চক্র তৈরি করে, স্বদেশে, ই উ’তে এবং বিদেশে গুদাম প্রতিষ্ঠা করার পাশাপাশি আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করে, সাপ্লাই চেইনের আর্থিক পরিষেবার সঙ্গে একটি বদ্ধ চক্র পরিষেবা চেইন গড়ে তোলা হবে। ফলে বাণিজ্য আরো সহজ, সস্তা ও বৃদ্ধিমান হবে।

 

“ই উ হচ্ছে ব্যবসা সুযোগে পূর্ণ একটি জায়গা এবং একটি ক্ষমা ও উন্মুক্ত শহর।” লা মা আশা করেন, তার আরো বেশি স্বদেশবাসী ই উ বাজারে আসতে পারবে। রহস্যময় ভূমিতে একসাথে জীবনযাপন করে ব্যবসা সুযোগ ভাগাভাগি করবে।

 

(প্রেমা/এনাম)