আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সামগ্রী হস্তান্তর করলো চীন
2022-07-04 16:05:59

জুলাই ৪: গতকাল (রোববার) আফগানিস্তানের রাজধানী কাবুলে রেড ক্রিসেন্ট সোসাইটির সদরদপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চীনা রেড ক্রস কমিটির ভূমিকম্প পরবর্তী ত্রাণ সামগ্রী দেশটির কাছে হস্তান্তর করা হয়।

 

আফগানিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইয়ু এবং আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ওয়াং ইয়ু বলেন, আফাগানিস্তানে ভূমিকম্পের পর দ্রুত সাড়া দিয়েছে চীন। চীনা রেড ক্রস কমিটি গত ৩০ জুন বিশেষ বিমানে আফগানিস্তানকে তাবু, ভাঁজ করা বিছানা ও পারিবারিক প্যাকেটসহ নানা সামগ্রী পাঠিয়েছে এবং অর্থ সহায়তা দিয়েছে।

 

তিনি বলেন, আফগানিস্তানে ভূমিকম্প হবার পর থেকে চীন সময় মতো যতটুকু সম্ভব আফগানদের মানবিক সহায়তা দিয়েছে। সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে এমন দেশগুলোর একটি চীন। আফগানিস্তানের সাথে সহযোগিতা করে ভূমিকম্প-সৃষ্ট অসুবিধা কাটিয়ে ওঠতে দেশটিকে সমর্থন করতে এবং আফগানদের স্বাধীন উন্নয়নে অবদান রাখতে চায় চীন।(শিশির/এনাম/রুবি)