সিনচিয়াংয়ের কর্ম পরিবেশ নিয়ে স্বাধীন গবেষণা প্রতিবেদন প্রকাশিত
2022-07-04 15:27:14

জুলাই ৪: আজ (সোমবার) সকালে সিনচিয়াং বিশ্ববিদ্যালয় তার সরকারি ওয়েবসাইটে চীনা ও ইংরেজি ভাষায় সিনচিয়াংয়ের নানা জাতির লোকদের কর্মের বাস্তব অবস্থা বর্ণনা করে একটি স্বাধীন গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে।

 

এটি তৈরিতে গবেষণা দল মাঠ পর্যায়ে গবেষণা করেছে এবং তাত্ত্বিক দৃষ্টান্ত, বাস্তব ঘটনা, বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে সিনচিয়াংয়ে নানা জাতির মানুষের কর্মের বাস্তব অবস্থা তাতে তুলে ধরেছে।

 

গবেষণা দলটি একবছর ধরে সিনচিয়াংয়ের ১৪টি জেলা,  শহরের গ্রাম ও কমিউনিটিতে গিয়ে গবেষণা করে এবং হান, উইগুর, কাজাখ, হুই, সিপো, তুংসিয়াং, দাউর ও রুশসহ নানা জাতির কর্মীদের সঙ্গে গভীরভাবে মতবিনিময় করে। তাদের শ্রমের ইচ্ছা, প্রেরণা, কর্মসংস্থান অর্জনের পদ্ধতি এবং কাজের মূল্যসহ নানা বিষয়ে খোঁজ-খবর নিয়েছে।  এবং এসবের ভিত্তিতে এ প্রতিবেদন রচনা করেছে।

 

প্রতিবেদন মনে করে, সিনচিয়াংয়ে নানা জাতির মানুষ যৌক্তিক চাহিদা অনুসরণ করে স্বেচ্ছাশ্রম করছে। তাদের শ্রম হল যৌক্তিক উদ্দেশ্য দ্বারা চালিত স্বেচ্ছায় সামাজিক আচরণ। সিনচিয়াংয়ে নানা জাতির মানুষের শ্রমের অবস্থা আধুনিক সমাজ উন্নয়নের প্রাকৃতিক প্রবণতা ও প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ। তারা শ্রমের মাধ্যমে পরিবারের সুখি জীবন, নিজের উন্নয়ন ও দক্ষতা বাড়ানোসহ নানা মূল্য প্রদর্শন করে।

 

এ প্রতিবেদনের অন্যতম লেখক সিনচিয়াং বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান জুলিয়াতি সিমাই বলেছেন, চীনা ও ইংরেজি ভাষায় আমাদের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক সমাজ এবং বিশ্বে যারা সিনচিয়াং, চীনের সমাজ ও অর্থনীতির উন্নয়ন এবং মানবাধিকার নিশ্চয়তার ওপর দৃষ্টি রাখেন, এমন গবেষক, থিঙ্ক ট্যাংক ও সচেতন লোকজনকে আমাদের গবেষণার ফলাফল দেখাতে এবং সংশ্লিষ্ট বিষয়ে আমরা আলোচনা ও বিনিময় জোরদার করতে চাই।

 

(শিশির/এনাম/রুবি)