মিসরে চীনের সহায়তায় নির্মিত প্রথম হালকা রেল পরীক্ষামূলকভাবে চালু
2022-07-04 10:44:26


জুলাই ৪: মিসরে চীনা শিল্পপ্রতিষ্ঠানের সহায়তায় নির্মিত প্রথম হালকা রেল গতকাল (রোববার) পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। মিসরের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং সেদেশে চীনা রাষ্ট্রদূত রেলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

মিসরের পরিবহনমন্ত্রী অনুষ্ঠানে বলেন, বর্তমানে পরীক্ষামূলকভাবে চালু হওয়া প্রথম প্রকল্পে ২২টি ট্রেন রয়েছে। এসব ট্রেন প্রতিদিন ৩ লাখ ৬০ হাজার যাত্রী বহন করতে পারবে।

এসময় চীনা রাষ্ট্রদূত বলেন, এই হালকা রেল প্রকল্প বাস্তবায়নে চীনের পুঁজি, প্রযুক্তি ও সাজ-সরঞ্জাম কাজে লাগানো হয়েছে। প্রকল্পের নির্মাণকাজ কোভিড-১৯ মহামারীর কারণে চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তবে, শেষ পর্যন্ত সফলতা এসেছে। প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়ায় মিসরের তরুণ প্রযুক্তিবিদদের প্রশিক্ষণও দিয়েছে চীন।   (ওয়াং হাইমান/আলিম/ছাই)