হিজবুল্লাহ’র ৩টি ড্রোন ভূপাতিত করেছে ইসরাইল
2022-07-03 16:50:37

জুলাই ৩: ইসরাইলের জাতীয় প্রতিরক্ষা বাহিনী গতকাল (শনিবার) এক বিবৃতিতে লেবাননের হিজবুল্লাহ’র পাঠানো তিনটি ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে।

 

বিবৃতিতে বলা হয়, এ তিনটি ড্রোন ইসরাইলের বিশেষ অর্থনৈতিক এলাকায় প্রবেশের চেষ্টা করেছিল।

 

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী পরে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, দেশের অবকাঠামোর বিরুদ্ধে হুমকি মোকাবিলায় সবসময় প্রস্তুত ইসরাইল।

 

ইসরাইল ও লেবাননের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি। দু’দেশ ভূ-মধ্যসাগরের ৮৬০ বর্গকিলোমটার এলাকাকে নিজেদের বিশেষ অর্থনৈতিক এলাকা হিসেবে মনে করে। সাম্প্রতিক বছরগুলোতে বিতর্কিত এই এলাকায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস সম্পদ আবিষ্কৃত হয়েছে। (শিশির/এনাম/রুবি)