বৈজ্ঞানিক সহযোগিতায় রাজনীতির হস্তক্ষেপ অনুচিত: নেচার সম্পাদক
2022-07-03 16:51:19

জুলাই ৩: বৃটিশ নেচার ম্যাগাজিনের প্রধান সম্পাদক সম্প্রতি সিনহুয়াকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, বিশ্বব্যাপী বিজ্ঞানকে সমর্থন করা উচিত্ এবং বৈজ্ঞানিক গবেষণার সহযোগিতায় রাজনীতির হস্তক্ষেপ করা উচিত্ নয়।

 

বর্তমানে ইউরোপ ও আমেরিকায় ‘বিচ্ছিন্নতা’র কথা বার বার উল্লেখ করা হয়। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এটা হল দুঃখজনক, হতাশাজনক এবং উদ্বেগজনক প্রবণতা। যদি এ প্রবণতা বজায় থাকে, তাহলে সবাই পরাজিত হবে। যারা জয়ী হতে পারেন, তারা সহযোগিতা ও ভাগাভাগিকে সমর্থন করেন।

 

তিনি আরও বলেন, ‘আমরা যে সমস্যার সম্মুখীণ হচ্ছি, তার সবই বৈশ্বিক সমস্যা এবং তাদের সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন’। (শিশির/এনাম/রুবি)