রোববারের আলাপন-চীনে জনপ্রিয় হচ্ছে অনলাইনে শরীরচর্চা প্রশিক্ষণ
2022-07-03 06:36:36

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু এনাম ও আকাশ।


আকাশ: এনাম, আমি সংবাদে দেখেছি, বাংলাদেশের সিলেট বিভাগে অনেক গুরুতর বন্যা হয়েছে। সংবাদে বলা হয়েছে, এটি নাকি গত একশ’ বছরে সবচেয়ে ভয়াবহ বন্যা। এ নিয়ে আমি অনেক চিন্তিত। এখন সেখানকার অবস্থা কেমন? 

এনাম: 

সংগীত

এনাম: আচ্ছা, এখন আমরা আমাদের খেলাধুলায় ফিরে আসি, কেমন?


আকাশ: অধিবাসীদের শরীরচর্চা শেখানো ও দিকনির্দেশনা দিতে বেইজিং সামাজিক খেলাধুলা ব্যবস্থাপনা কেন্দ্র নানা আয়োজন করছে। 


বেইজিং সামাজিক খেলাধুলা ব্যবস্থাপনা কেন্দ্র বেইজিং টেলিভিশনের সাথে একটি ধারাবাহিক টিভি অনুষ্ঠান তৈরি করেছে। তাতে ম্যারাথন দৌড়বিদ ও চিকিত্সা বিশেষজ্ঞগণ একযোগে নিজেদের খেলাধুলা অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট জ্ঞান সবার সঙ্গে শেয়ার করছেন। 


এ ছাড়া, বেইজিং সামাজিক খেলাধুলা ব্যবস্থাপনা কেন্দ্র ধারাবাহিক খেলাধুলার অনলাইন লাইভ কোর্সের আয়োজন করছে। 


গত মে মাসের একটি কোর্সে সেন্ট্রাল ইউনিভার্সিটি ফর ন্যাশনালিটিজের অধ্যাপক লি চুন ই সবাইকে শরীরচর্চা-সংক্রান্ত নাচ শিখিয়েছেন। এ নাচ একাধিক জাতির সংশ্লিষ্ট সংস্কৃতির অংশ। 


আরেকটি অনলাইন কোর্সে জাতীয় যোগ চ্যাম্পিয়ন লি চিং নিং তরুণ-তরুণীদের যোগব্যায়াম শিখিয়েছেন।


অপর একটি কোর্সে ঐতিহ্যবাহী চীনা ওষুধ চিকিত্সা পদ্ধতির গবেষক তাই চিন কাং জলবায়ু, খাবার, শরীরচর্চাসহ নানা বিষয়ে অধিবাসীদের সুস্থতা নিশ্চিত ও বজায় রাখার সংশ্লিষ্ট জ্ঞান ব্যাখ্যা করেছেন। 

এ ধারাবাহিক অনলাইন কোর্সগুলো এ পর্যন্ত ৪২.৯ লাখ বার দেখা হয়েছে।