সি চিন পিং’র ভাষণে উত্সাহিত হংকংয়ের বিভিন্ন মহল
2022-07-03 19:16:37

জুলাই ৩: গত শুক্রবার মাতৃভূমিতে হংকংয়ের প্রত্যাবর্তনের ২৫তম বার্ষিকী এবং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের ষষ্ঠ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। তাতে গুরুত্বপূর্ণ ভাষন দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

 

ভাষণে তিনি প্রশাসনের মান উন্নয়ন, উন্নয়নের চালিকাশক্তি বাড়ানো এবং গণজীবিকার কঠিনতা দূর করা এবং সমন্বয় ও স্থিতিশীলতা রক্ষায় যৌথ প্রয়াসের চারটি আকাঙ্ক্ষা উত্থাপন করেছেন। যা হংকংয়ের বিভিন্ন মহলে উত্সাহব্যঞ্জক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

 

হংকংয়ের প্রধান নির্বাহী লি চিয়া ছাও বলেন, প্রেসিডেন্ট সি’র চারটি আকাঙ্ক্ষা নতুন সরকারের জন্য দিকনির্দেশনা প্রদান করেছে। চীনের কেন্দ্রীয় সরকার হংকং নতুন সরকারকে আইনানুগভাবে প্রশাসনিক সমর্থন দেবে, যা নতুন সরকারের জন্য দৃঢ় প্রতিজ্ঞা ও চালিকাশক্তি যুগিয়েছে।

 

তার নতুন সরকার প্রেসিডেন্ট সি’র আকাঙ্ক্ষা পূরণ করে যাবে এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’র নতুন অধ্যায় সৃষ্টি করবে বলে উল্লেখ করেন তিনি।

 

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের প্রশাসন বিভাগের মহাপরিচালক ছেন কুও চি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং আগামী ৫ বছরের উন্নয়নে প্রত্যাশা ব্যক্ত করছেন এবং নির্দেশনা দিয়েছেন। অঞ্চলটির সবাই কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন মহলের প্রত্যাশা পূরণে দৃঢ় প্রতিজ্ঞ।

 

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের অর্থ বিভাগের মহাপরিচালক ছেন মাও বো বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং’র আকাঙ্ক্ষা তাদের উন্নয়নের দৃঢ় প্রতিজ্ঞা বাড়িয়েছে। (রুবি/এনাম/শিশির)