চীনে খরা প্রতিরোধ ও খাদ্য সংরক্ষণে নানা ব্যবস্থা
2022-07-02 19:23:53

জুলাই ২: মধ্য চীনের হ্য নান প্রদেশ খাদ্য উত্পাদনের প্রধান অঞ্চল। গত সাতদিন ধরে সেখানকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, যা ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে।  চরম গরমের কারণে খাদ্যশস্য খরার কবলে পড়েছে।

 

চলতি বছর চীনের গ্রীষ্মকালীন ফসল কাটা হয়ে গেছে। তবে, শরত্কালের ফসল গ্রীষ্মকালের চাষের ওপর নির্ভর করে। ফলে খরা প্রতিরোধ এবং শরত্কালের ফসল নিশ্চিত করতে হ্য পেই, শাং তোং ও হ্য নান প্রদেশে পৃথক তিনটি প্রযুক্তিবিদ কর্মদল পাঠানোসহ নানা ব্যবস্থা গ্রহণ করেছে চীন। চীনের কৃষি ও গ্রাম-বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি কিছু নির্দিষ্ট ব্যবস্থাও নিয়েছে।

ক্যাপন: হ্য নান প্রদেশে  কৃত্রিমভাবে বৃষ্টি বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

ক্যাপশন: চিয়াং সু প্রদেশের হুয়াই নদীর পানি লিয়ান ইয়ু কাং-এ তুলে নেওয়ার জন্য নতুন যন্ত্র ব্যবহার করা হচ্ছে।

 

 

ক্যাপশন: মধ্য চীনের হু পেই প্রদেশে পবর্তাঞ্চলের খরা প্রতিরোধ পুকুর দেখা যাচ্ছে।