হংকংয়ের উন্নয়নে চীনা গণমুক্তি ফৌজকে আরও বেশি অবদান রাখার নির্দেশ দিলেন সি চিন পিং
2022-07-02 18:31:17

জুলাই ২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (শুক্রবার) চীনা গণমুক্তি ফৌজের হংকং শাখার সেনাদের দেখতে যান। তখন তিনি সিপিসির কেন্দ্রীয় কমিটি ও সামরিক কমিশনের পক্ষ থেকে সকল সেনাকে আন্তরিক শুভেচ্ছা জানান।

 

তিনি বলেন, হংকংয়ের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের ২৫তম বার্ষিকীতে হংকংয়ে চীনা সশস্ত্র বাহিনী ‘এক দেশ, দুই ব্যবস্থা’র নীতি, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের মূলনীতি, এবং সেনাবাহিনী মোতায়নের আইন অনুসারে নিঁখুতভাবে সবকাজ শেষ করেছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে হংকংয়ের কঠিন পরিস্থিতির মুখে অঞ্চলটিকে দাঙ্গা থেকে শৃঙ্খলায় ফিরিয়ে আনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই বাহিনী।

 

সি চিন পিং বলেন, হংকং বর্তমানে সমৃদ্ধ হওয়ার সন্ধিক্ষণে রয়েছে। ফলে হংকংয়ে চীনের সশস্ত্র বাহিনীর দায়িত্ব আরও বেড়ে গেছে।

 

রুবি/এনাম