দোহা আলোচনার ইতিবাচক মূল্যায়ন করল ইরান
2022-07-01 18:54:52

জুলাই ১: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান গতকাল (বৃহস্পতিবার) বলেন, গত ২৮ ও ২৯শে জুন কাতারের রাজধানী দোহায় আয়োজিত ইরান-পরমাণুচুক্তি আলোচনা ছিল  ইতিবাচক।

এর আগে গত বুধবার আব্দুল্লাহিয়ান কাতারের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানিকে টেলিফোনে বলেন, আলোচনা আয়োজনের জন্য তেহরান দোহাকে ধন্যবাদ জানায়।  তিনি বলেন, ইরান সুষ্ঠু, স্থিতিশীল ও স্থায়ী চুক্তি স্বাক্ষর করার প্রস্তুতি নিয়েছে। যদি যুক্তরাষ্ট্র বাস্তব ব্যবস্থা নেয়, তাহলে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)