সড়ক খাতে উন্নয়নশীল দেশগুলোর আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন: জাতিসংঘে চীনা প্রতিনিধি
2022-07-01 19:34:49

জুলাই ১: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন গত ৩০শে জুন জাতিসংঘের সাধারণ পরিষদে আয়োজিত বিশ্বব্যাপী সড়ক নিরাপত্তাবিষয়ক উচ্চ-পর্যায়ের বৈঠকে বলেন, উন্নয়নশীল দেশগুলোর সড়ক পরিবহন অবকাঠামো উন্নয়নে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন প্রয়োজন। সড়ক নিরাপত্তা কার্যক্রমে উন্নয়নশীল দেশগুলোকে পিছিয়ে পড়তে দেওয়া যাবে না।

তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য সড়ক নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ দিক। কোভিড-১৯ মহামারীর প্রভাবে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার কঠিন হয়ে পড়েছে এবং বছরের পর বছর ধরে বিভিন্ন দেশের উন্নয়ন খাতে অর্জিত সাফল্য হারিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশগুলোকে বিনিয়োগের অভাব এবং পুঁজির অভাবের মতো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে, বিশেষ করে সড়ক পরিবহন অবকাঠামো খাতে।

তিনি আরও বলেন, পরিসংখ্যান অনুসারে, প্রতিবছর ট্র্যাফিক দুর্ঘটনার কারণে বিশ্বব্যাপী হতাহতের ৯০ শতাংশই উন্নয়নশীল দেশগুলোর মানুষ। সড়ক নিরাপত্তার জন্য দ্বিতীয় দশসালা  কার্যক্রমের বাস্তবায়ন একটি দীর্ঘ পথ। এতে আরও বেশি সহযোগিতা ও বিনিয়োগ প্রয়োজন। (ইয়াং/আলিম/ছাই)