ইউক্রেনের শস্য রফতানিতে বাধা সৃষ্টি করবে না রাশিয়া: পুতিন
2022-07-01 15:44:56


জুলাই ১: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (বৃহস্পতিবার) ক্রেমলিনে সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর সঙ্গে সাক্ষাতে বলেন, ইউক্রেনের শস্য রফতানিতে বাধা সৃষ্টি করবে না তাঁর দেশ; বরং শস্যের পরিবহন ও বন্দরের নিরাপত্তা নিশ্চিত করবে মস্কো।

পুতিন আরও বলেন, রাশিয়ার ওপর পশ্চিমাদের একতরফা নিষেধাজ্ঞা খাদ্যশস্য পরিবহনে অসুবিধার সৃষ্টি করেছে। আর এ কারণেই মূলত বিশ্বে খাদ্য ও সারের সংকট দেখা দিয়েছে।  রাশিয়া ইন্দোনেশিয়ার মতো বন্ধুরাষ্ট্রের নাইট্রোজেন, ফসফেট ও পটাশ সারের চাহিদা পূরণে ইচ্ছুক। (ওয়াং হাইমান/আলিম/ছাই)