সিপিসি’র শাসনক্ষমতা ও বিশেষ অঞ্চলের স্বায়ত্তশাসনের মধ্যে সমন্বয়ের ধারা বজায় রাখতে হবে: সি চিন পিং
2022-07-01 16:46:36

জুলাই ১: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শুক্রবার) হংকংয়ের মাতৃভূমির অধীনে ফিরে আসার ২৫তম বার্ষিকী উপলক্ষ্যে হংকংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বলেছেন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সামগ্রিক শাসনক্ষমতা ও বিশেষ প্রশাসনিক অঞ্চলের উচ্চমাত্রার স্বায়ত্তশাসনের মধ্যে সমন্বয়ের চলমান ধারা বজায় রাখতে হবে।

তিনি বলেন, ‘এক দেশ, দুই ব্যবস্থা’ হলো হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের স্থানীয় সংবিধানের মূলনীতি। আর হংকংয়ের উচ্চমাত্রার স্বায়ত্তশাসনের ভিত্তি হলো সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সামগ্রিক শাসনক্ষমতা। অবশ্যই কেন্দ্রীয় কমিটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের আইনানুগ উচ্চমাত্রার স্বায়ত্তশাসনের অধিকারকে সম্মান করে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)