জুলাই ১: ‘গত ২৫ বছরে, মাতৃভূমির পূর্ণ সমর্থন এবং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার ও সমাজের সকল ক্ষেত্রের যৌথ প্রচেষ্টায়, 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতি হংকংয়ে সবার স্বীকৃতি ও সাফল্য অর্জন করেছে।“ পয়লা জুলাই, চীনের প্রেসিডেন্ট সি চিন ফিং হংকংয়ের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের ২৫তম বার্ষিকী উদযাপন করেছেন। তিনি উদযাপনী অনুষ্ঠানে এবং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের ষষ্ঠ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়েছেন এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির উচ্চ প্রশংসা করেছেন।
একটি দেশের মধ্যে, রাষ্ট্রের প্রধান অংশে সমাজতান্ত্রিক ব্যবস্থা এবং পৃথক বিশেষ অঞ্চলগুলতো আইন অনুসারে পুঁজিবাদী ব্যবস্থা চালু হয়েছে এই নীতির আওতায়। এটি মানুষের রাজনৈতিক তত্ত্ব সৃষ্টি ও অনুশীলনের একটি মহান দৃষ্টান্ত। কিছুদিন আগে অনুষ্ঠিত এক ফোরামে, যুক্তরাষ্ট্রের কুন ফাউন্ডেশনের চেয়ারম্যান রবার্ট কুন বলেছিলেন, ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি হংকংকে একটি বিশেষ মর্যাদা দিয়েছে এবং চীনের আন্তর্জাতিক ভাবমূর্তি এবং সফ্ট পাওয়ারের প্রদর্শনী ঘটিয়েছে। বহির্বিশ্বের আগ্রহের বিষয় হল: কেন "এক দেশ, দুই ব্যবস্থা" নীতির এতোটা শক্তিশালী প্রাণশক্তি আছে?
প্রথমত, হংকং তার প্রত্যাবর্তনের পরে জাতীয় শাসনব্যবস্থার আওতায় এসেছে। কেন্দ্রীয় সরকার ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির ওপর ভিত্তি করে একটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের সাংবিধানিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছে।
এতে কিছু মৌলিক বিষয় রয়েছে, যেমন: "জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থ বজায় রাখা হল 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতির সর্বোচ্চ নীতি।" একই সময়ে, কেন্দ্রীয় সরকার বিশেষ প্রশাসনিক অঞ্চলের আইনকে সম্পূর্ণরূপে সম্মান করে এবং দৃঢ়ভাবে রক্ষা করে যাতে হংকং উচ্চমাত্রার স্বায়ত্তশাসন ভোগ করতে পারে। কেন্দ্রীয় সরকারের আরেক নীতি হচ্ছে, "শাসনক্ষমতা অবশ্যই দেশপ্রেমিকদের হাতে থাকতে হবে" এবং "শাসন করার অধিকার রক্ষা করার অর্থ হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষা করা এবং সাত মিলিয়ন হংকংবাসীর গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষা করা।"
মাতৃভূমির সমর্থন এবং বিশ্বের সাথে সংযোগ হংকংয়ের একটি স্বতন্ত্র সুবিধা। কেন্দ্রীয় সরকার দীর্ঘমেয়াদে তার অনন্য মর্যাদা এবং সুবিধাগুলি বজায় রাখতে হংকংকে সম্পূর্ণভাবে সমর্থন করে এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে উন্নয়নের বাধা ভাঙতে হংকংকে বিভিন্ন নীতি সহায়তা প্রদান করে।
হংকং তার প্রত্যাবর্তনের পর থেকে বিগত ২৫ বছরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যা পুরোপুরি দেখায় যে "এক দেশ, দুই ব্যবস্থা" বারবার অনুশীলনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং দেশ ও জাতির মৌলিক স্বার্থের সাথে তা সঙ্গতিপূর্ণ। (ইয়াং/আলিম/ছাই)