ঢাকা, জুলাই ১: বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।
শুক্রবার সকালে জঙ্গি হামলার ৬ বছর পূর্তিতে হলি আর্টিজান ভবনের সামনে অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ও ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
৬ বছর আগের এ ঘটনায় ৭ জাপানি নাগরিকের মৃত্যু হয়। তারা সবাই জাইকার ঢাকা মেট্রো লাইন-১ প্রকল্পে কাজ করতেন।
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা হয়। অস্ত্রের মুখে জিম্মি করে ২০ জন দেশি-বিদেশি নাগরিককে হত্যা করা হয়। নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। এ ঘটনায় করা মামলাটি এখন হাইকোর্টে শুনানির অপেক্ষায় আছে।
সাজিদ/রহমান