পাকিস্তানের করোট জলবিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে
2022-07-01 11:05:42

জুলাই ১: গত বুধবার পাকিস্তানের করোট জলবিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে জলবিদ্যুৎ কেন্দ্রটি আনুষ্ঠানিক চালু হওয়ার জন্য অভিনন্দন জানান।

তিনি বলেন, প্রকল্পটি চীন-পাক অর্থনৈতিক করিডোর জ্বালানি সহযোগিতার অগ্রাধিকার কার্যকর প্রকল্প; পাশাপাশি করিডোর কাঠামোয় প্রথম বৃহত্ জলবিদ্যুৎ প্রকল্প। প্রকল্পটি চীন ও পাকিস্তান দু’দেশের যৌথ বিবৃতির অংশ। দু’দেশের নির্মাতারা বেশ কিছু প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে, সাত বছর ধরে প্রকল্পটি সম্পন্ন করেছেন।

জানা গেছে, জলবিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুত্ উত্পাদন ক্ষমতা ৭.২ লাখ কিলোওয়াট। বার্ষিক গড় বিদ্যুত্ উত্পাদনের পরিমাণ ৩২০ কোটি কিলোওয়াট ঘণ্টা। যা স্থানীয় ৫০ লাখ মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ করার পাশাপাশি কার্যকরভাবে দেশটির বিদ্যুতের অভাব দূর করে এবং অধিকতরভাবে দেশটির জ্বালানি কাঠামো সুবিন্যস্ত করে। ধারণা করা হচ্ছে- বছরে স্ট্যান্ডার্ড কয়লা ১৪ লাখ টন সাশ্রয় হবে এবং প্রায় ৩৫ লাখ টন কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ কমবে। (প্রেমা/তৌহিদ/শুয়েই)