দেশ রক্ষায় দৃঢ় ব্যবস্থা নেওয়া হবে: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়
2022-07-01 11:37:36

জুলাই ১: সম্প্রতি অস্ট্রেলিয়া ও কানাডা বার বার চীনের গণ-মুক্তিফৌজ দিয়ে তাদের সামরিক বিমান রোধ করার বিষয়ে অভিযোগ করেছে। এ সম্বন্ধে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থান ক্য ফেই গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, চীনের নেওয়া ব্যবস্থা যুক্তিযুক্ত, নিরাপদ ও পেশাদার। এমন ঝুঁকিপূর্ণ এবং উসকানিমূলক আচরণ মোকাবিলায় চীনা বাহিনী দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে।

তিনি বলেন, চীন বেশ কয়েকবার প্রকৃতি অবস্থা এবং চীনের নীতি ও অবস্থান ব্যাখ্যা করেছে। অস্ট্রেলিয়া ও কানাডা চীনের আকাশসীমায় প্রবেশ করেছে। আর কানাডার সামরিক বিমান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের অজুহাতে চীনের বিরুদ্ধে তত্ত্বাবধান জোরদার করেছে। চীনের বিরুদ্ধে নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে। চীন এর তীব্র বিরোধিতা করে, চীন সংশ্লিষ্ট দেশকে মিথ্যাচার বন্ধ করা, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা নষ্ট করার আচরণ রোধ করা, কার্যকর ব্যবস্থার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার তাগিদ দেয়।

চীনা মুখপাত্র বলেন, কোনো দেশের উসকানিমূলক আচরণ উপেক্ষা করা যায় না, চীনা বাহিনীও দেশ রক্ষায় ব্যবস্থা নেবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)