‘এক দেশ, দুই ব্যবস্থা’ পরিবর্তনের কোনো কারণ নেই: হংকংয়ে সি চিন পিং
2022-07-01 15:47:05

জুলাই ১: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট, ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং বলেছেন, ‘এক দেশ, দুই ব্যবস্থা’ সময় ও অনুশীলনের পরীক্ষায় উত্তীর্ণ। এটি পরিবর্তনের কোনো কারণ নাই। তিনি আজ (শুক্রবার) হংকংয়ের মাতৃভূমিতে ফিরে আসার ২৫তম বার্ষিকী উপলক্ষ্যে হংকংয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ কথা বলেন।

 তিনি বলেন, এই ব্যবস্থা দেশ ও জাতি এবং হংকং ও ম্যাকাও-এর মৌলিক স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ। আর তাই এটি দেশের ১৪০ কোটি মানুষের সমর্থন পেয়েছে। সাধারণভাবে আন্তর্জাতিক সমাজও এ ব্যবস্থাকে মেনে নিয়েছে। আগামী অনেক বছর ধরে এই ভালো ব্যবস্থা বলবত থাকবে।

প্রেসিডেন্ট সি আরও বলেন, ‘এক দেশ, দুই ব্যবস্থা’-র মূল উদ্দেশ্য হলো জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষা করা এবং হংকং ও ম্যাকাওর দীর্ঘমেয়াদী সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। কেন্দ্রীয় সরকার যা-কিছু করে, তা দেশের ভালোর জন্য, হংকং ও ম্যাকাওর ভালোর জন্য, এবং হংকং ও ম্যাকাওয়ের  বাসিন্দাদের ভালোর জন্যই করে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)