হংকং সায়েন্স পার্ক পরিদর্শন করলেন প্রেসিডেন্ট সি চিন পিং
2022-07-01 16:09:05

জুলাই ১: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বৃহস্পতিবার) হংকং সায়েন্স পার্ক পরিদর্শন করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের বিদায়ী প্রধান নির্বাহী ক্যারি লাম।

পার্কে প্রেসিডেন্ট সি চীনের বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করেন।

সায়েন্স পার্কের প্রদর্শনী হলে প্রেসিডেন্ট সি হংকং-এর উদ্ভাবন ও প্রযুক্তির উন্নয়ন, শেনজেন ও হংকং-এ উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়নের মিথস্ক্রিয়া, এবং হংকং সায়েন্স পার্কের উন্নয়ন বিষয়ে ব্রিফিং শোনেন।

প্রেসিডেন্ট সি এসময় বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, কেন্দ্রীয় সরকারের সহায়তায়, হংকং তার নিজস্ব সুবিধা কাজে লাগিয়ে মৌলিক গবেষণা, প্রতিভা প্রশিক্ষণ এবং উদ্ভাবন ও প্রযুক্তির উন্নয়ন খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের উচিত সময়ের সাধারণ প্রবণতা উপলব্ধি করা, উদ্ভাবন ও প্রযুক্তির বিকাশের জন্য আরও কাজ করা।

হংকং সায়েন্স পার্কে বর্তমানে ১১০০টিরও বেশি কোম্পানি আছে এবং ১৭ হাজারের বেশি বৈজ্ঞানিক কর্মকর্তা ও কর্মী সেখানে কাজ করছেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)