প্রেরণা ও চেতনার বাতিঘর ‘সিপিসির ইতিহাস’
2022-07-01 10:30:02

চীনে একটি কথা প্রচলিত: ‘ইতিহাসের বই পাঠ করলে মানুষের বুদ্ধি বাড়ে। আর ‘সিপিসির ইতিহাস’ সবাইকে উজ্জীবিত করে থাকে’। সিপিসির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর  চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেশ কয়েকবার লাল বাহিনীর পবিত্র স্থান পরিদর্শন করেছেন। তিনি চিন কাং শান, সি আন ও সি পাই পোসহ নানা স্থানে এবং নানা ইভেন্টে সিপিসির মনোমুগ্ধকর গল্প শুনিয়েছেন।

 

২০১৪ সালে চীনের হ্য নান প্রদেশের লান কাও পরিদর্শনের সময় সি চিন পিং চিয়াও ইয়ু লু’র গল্প তুলে ধরেন। তিনি বলেন, আমাদের এ প্রজন্মের মানুষ কমরেড চিয়াও ইয়ু লু’র কর্মকান্ডের প্রভাবে বড় হয়েছে। গত কয়েক দশক ধরে চিয়াও ইয়ু লু’র গল্প সবসময় আমার মনে পড়ে। আমার মনে পড়েছে, ১৯৯৬ সালের ৭ ফেব্রুয়ারি পিপলস ডেইলি পত্রিকায় ‘জেলার সিপিসির সম্পাদকের দৃষ্টান্ত-চিয়াও ইয়ু লু’ শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। সে সময় আমি মাধ্যমিক স্কুলের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলাম। এ প্রবন্ধটি আমাদের পড়ে শোনানোর সময় আমাদের শিক্ষক বেশ কয়েকবার চোখের পানি মুছেছিলেন। আমরাও চিয়াও ইয়ু লু’র গল্প শুনে খুব অভিভূত হয়ে কান্না করেছিলাম। বিশেষ করে চিয়াও ইয়ু লু লিভার ক্যান্সারের শেষ পর্যায়ে পর্যন্ত কাজ করা অব্যাহত রেখেছিলেন। ব্যাথা কমাতে তিনি একটি লাঠি লিভারে লাগাতেন। এর কারণে চেয়ারের ডানে একটি ছিদ্র তৈরি হয়েছিল। তাতে আমি গভীর অভিভূত হয়েছি।

 

২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর চতুর্থ জাতীয় নৈতিক মডেল মনোনয়ন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় সি চিন পিং বলেন, আমি সবাইকে জাতীয় নৈতিক মডেল কোং ছুয়ান জেন সম্পর্কে জানাতে চায়। তিনি জেনারেল কান চু ছাং’র স্ত্রী। কা জু ছাং গণপ্রজাতন্ত্রী চীনের একজন প্রতিষ্ঠাতা জেনারেল। তবে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর তিনি গ্রামে ফিরে গিয়ে কৃষক হন। কোং ছুয়ান জেন তাঁর সাথে গ্রামীণ গঠনে নিজেকে নিয়োজিত করেন। অর্ধেক দশক ধরে কোং ছুয়ান জেন পরিশ্রম করেন এবং জাতীয় নৈতিক মডেল হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ তিনি এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে আমি খুব মুগ্ধ। তাকে আমরা সম্মান জানাতে চাই। আমাদের উচিত পরিশ্রমী চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ধারণ করা।

 

২০১৬ সালের ৫ জানুয়ারি ত্রয়োদশ সেনাবাহিনী পরিদর্শনের সময় সি চিন পিং ‘অর্ধেক বেল্ট’র গল্প শুনিয়েছেন। তিনি বলেন, সেনাবাহিনীর ইতিহাস জাদুঘর পরিদর্শনের সময় লং মার্চ যাত্রায় ত্রয়োদশ সেনাবাহিনীর ‘অর্ধেক বেল্ট’র গল্প আমার ওপর খুব ছাপ ফেলেছে। লাল বাহিনীর সেনারা ক্ষুধার ভোগান্তিতেও অর্ধেক বেল্ট রেখেছে এবং এ নিয়ে ইয়ান নানে মাও সেতুংকে দেখতে যেতে চেয়েছিলেন। এটি আদর্শের শক্তি এবং লৌহের মতো শক্ত মনে পার্টির পদাঙ্ক অনুসরণের দৃষ্টান্ত।

 

২০১৬ সালের ২১ অক্টোবর লাল বাহিনীর লং মার্চ যাত্রার বিজয়ের ৮০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠানে সি চিন পিং একটি গল্প শেয়ার করেন। তিনি বলেন, হুন নান প্রদেশের লু ছেং জেলার শা চৌ গ্রামে তিনজন নারী সেনা প্রবীণ সু সিয়ে সিউ’র বাড়ীতে ঘুমানোর জন্য যান। বাড়ীটি ত্যাগ করার সময় তারা তাদের একমাত্র লেপের অর্ধেক কেটে প্রবীণকে দিয়েছেন। প্রবীণ সু সিয়ে সিউ বলেন, সিপিসি এমন একটি পার্টি যে, নিজের একমাত্র লেপের অর্ধেকটা প্রবীণদের দিতে চায়। চীনাদের সাথে বৃষ্টি, ঘুর্ণিঝড়ের মধ্যেও বাঁচা-মরায় সঙ্গী হয় সিপিসি। এটি লাল বাহিনীর লংমার্চের বিজয় অর্জনের মূল ভিত্তি এবং আমাদের যে কোনো কঠিনতা কাটিয়ে উঠার দৃঢ় শক্তি।


(রুবি/এনাম)