চীন ও আসিয়ান অবিচ্ছেদ্য নিরাপত্তা কমিউনিটি: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়
2022-07-01 19:36:11

জুলাই ১: ‘চীন ও আসিয়ান একটি অবিচ্ছেদ্য নিরাপত্তা কমিউনিটি।’ চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থান কেফেই গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

থান কেফেই বলেন, ২২ জুন ১৩তম চীন-আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রি পর্যায়ের অনানুষ্ঠানিক বৈঠকের সহ-সভাপতি ছিলেন চীনের জাতীয় কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী ওয়েইই ফেংহে এবং আসিয়ানের পালাক্রমিক সভাপতি কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী দিবান। আসিয়ান দেশগুলো এতে অংশ নেয়। সব পক্ষই আসিয়ান-চীন সম্পর্ক উন্নয়নের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছে, আঞ্চলিক সহযোগিতায় আসিয়ানের প্রতি চীনের সমর্থনের প্রশংসা করেছে, মহামারী মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোকে সহায়তা করায় চীনকে ধন্যবাদ দিয়েছে। তারা বলেছে, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করা প্রয়োজন। চীনের সাথে যৌথভাবে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা বজায় রাখতে ইচ্ছুক বলেও জানিয়েছে তারা।

থান কেফেই আরও বলেন, গত ৩০ বছর ধরে চীন-আসিয়ান বন্ধুত্বপূর্ণ সহযোগিতার বিকাশ অব্যাহত রয়েছে। পরবর্তী ধাপে, চীনা সামরিক বাহিনী আসিয়ানের সাথে কৌশলগত পারস্পরিক বিশ্বাসকে আরও গভীর করতে, বিনিময় ও সহযোগিতার প্রক্রিয়া উন্নত করতে, সাধারণ নিরাপত্তার প্রয়োজনে ফোকাস করতে, প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে সংলাপ, বিনিময় ও বাস্তবসম্মত সহযোগিতা সম্প্রসারণ করতে ইচ্ছুক। (ইয়াং/আলিম/ছাই)