চীনের প্রথম দফা জরুরি খাদ্য সাহায্য শ্রীলংকায় পৌঁছেছে
2022-07-01 11:04:23

জুলাই ১: চীনের প্রথম দফা জরুরি খাদ্য সাহায্য শ্রীলংকায় পৌঁছেছে। গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন শ্রীলংকার সঙ্গে হাতে হাত রেখে সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করছে এবং বর্তমান প্রতিকূলতা অতিক্রম করবে দেশটি।

মুখপাত্র বলেন, ঐতিহ্যবাহী প্রতিবেশী দেশ হিসেবে চীন সবসময় দেশটির বর্তমান প্রতিকূলতা ও চ্যালেঞ্জের ওপর ঘনিষ্ঠ মনোযোগ দেয় এবং সবসময় দেশটিকে যথাসাধ্য অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা দেয়। গত এপ্রিল ও মে মাসের মাঝামাঝি সময়ে চীন দেশটিকে ৫০ কোটি ইউয়ান জরুরি মানবিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে। এটা দেশটির জন্য প্রথম বৃহত্তম অ-ফেরতযোগ্য সাহায্য। এ ছাড়া চীন দেশটিকে ১০ হাজার টন চাউল দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। যা দেশটির ৯টি প্রদেশের ৭ হাজার ৯শ স্কুল এবং ১১ লাখ শিক্ষার্থীর অর্ধেক বছরের খাবারের যোগান দেয়।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)