ইয়াং চিয়ে ছি’র সঙ্গে সাক্ষাত করেছেন পাক প্রধানমন্ত্রী
2022-06-30 10:42:29

জুন ৩০: গতকাল (বুধবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ ইসলামাবাদে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় বিদেশ-বিষয়ক কমিটির পরিচালক ইয়াং চিয়ে ছি’র সঙ্গে সাক্ষাত করেছেন।

ইয়াং চিয়ে ছি বলেন, পাকিস্তান চীনের ‘হার্ডকোর বন্ধু’ ও নির্ভরযোগ্য ভাই। আন্তর্জাতিক পরিস্থিতি যাই হোক-না-কেন, চীন-পাক পারস্পরিক আস্থা ও মৈত্রী পাথরের মতো দৃঢ়। চীন পাকিস্তানের সঙ্গে অধিকতরভাবে নীতিগত যোগাযোগ ও উন্নয়ন কৌশলের সংযুক্তি জোরদার করা, বাস্তব সহযোগিতা গভীরতর করা, নিরাপদ, সুষ্ঠু ও উচ্চমানে চীন-পাক অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠা করা এবং হাতে হাত রেখে নতুন যুগে আরো ঘনিষ্ঠ চীন-পাক অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা করতে ইচ্ছুক।

শাহবাজ বলেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করা তার দেশের কূটনীতির ভিত্তি। পাকিস্তান দৃঢ়ভাবে ‘একচীন নীতিতে’ অবিচল থাকার পাশাপাশি চীনের কেন্দ্রীয় স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগে সমর্থন দেয়। চীনের দীর্ঘকালীন নিঃস্বার্থ সাহায্যের ধন্যবাদ জানানোর পাশাপাশি চীনের অর্থনৈতিক উন্নয়ন ও মহামারী প্রতিরোধে সফল অভিজ্ঞতা থেকে শিখতে চায় ইসলামাবাদ।

এ ছাড়া দু’পক্ষ অধিকতর আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীল উন্নয়ন এবং সন্ত্রাসদমনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার কথা ঘোষণা করেছে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)