২০২২ সালের ‘এক অঞ্চল, এক পথ’ সাংবাদিক ফোরাম অনুষ্ঠিত
2022-06-30 18:04:09


জুন ৩০: গতকাল (বুধবার) ২০২২ সালের ‘এক অঞ্চল, এক পথ’ সাংবাদিক ফোরাম অনলাইনে অনুষ্ঠিত হয়। ৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১০০ জন সাংবাদিক ‘মিডিয়ার সামাজিক দায়িত্ব’ নিয়ে গভীরভাবে আলোচনা করেন।

চীনা সাংবাদিক সমিতির চেয়ারম্যান হ্য পিং ফোরামে বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই প্রেক্ষাপটে মানবজাতিকে ভবিষ্যতে আরও বেশি চ্যালেঞ্জের সম্মেখীন হতে হবে। ‘এক অঞ্চল, এক পথ’ প্রস্তাব কেবল যে ‘রেশমপথ চেতনার’ ঐতিহাসিক অভিজ্ঞতা তুলে ধরেছে তা নয়, তা সক্রিয়ভাবে বিশ্বের বহুমুখীকরণ, অর্থনীতির বিশ্বায়ন এবং সভ্যতার বহুমুখীকরণের প্রবণতার সাথে খাপ খাইয়ে নিয়েছে।

‘এক অঞ্চল, এক পথ’ সাংবাদিক সমিতিসমূহের সহযোগিতামূলক প্ল্যাটফর্মের পালাক্রমিক চেয়ারম্যান ও কাজাখস্তানের সাংবাদিক সমিতির সচিব বেআন রামাজানোভা ফোরামে বলেন, সংবাদদাতাদের সমাজের জন্য মৌলিক দায়িত্ব পালন করতে হবে। সমাজের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়া সংবাদদাতাদের অন্যতম কাজ।

চীন, আর্জেটিনা, রাশিয়া, বুলগেরিয়া, পোল্যাণ্ড, মিসর ও শ্রীলংকাসহ বিভিন্ন দেশের সাংবাদিকরা ফোরামে অংশগ্রহণ করেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)