বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মরুভূমির মধ্য দিয়ে তৃতীয় মহাসড়ক চালু
2022-06-30 18:08:20

জুন ৩০: ৩০ জুন সকালে, সিনচিয়াংয়ের এস২৫৪ মহাসড়কের ইউলি প্রান্ত থেকে কয়েক ডজন যানবাহন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমে মরুভূমির উপর ইউলি-ছিয়েমো মহাসড়কের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এটা চীনের তৃতীয় মহাসড়ক যা তাকলিমাকান মরুভূমির মধ্য দিয়ে গেছে। এখন পর্যন্ত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মরুভূমি অতিক্রম করা চীনের মহাসড়কের মোট দৈর্য্য ১২০০ কিলোমিটার অতিক্রম করেছে।

তাকলিমাকান মরুভূমি, উইঘুর ভাষায় যার মানে "যে জায়গাটিতে প্রবেশ করে, সে আর বেরুতে পারে না"। স্থানীয় মানুষ একে ডাকে "মৃত্যুর সাগর" বলে। এর মরুভূমির মধ্যে নির্মিত ইউ-ছিয়ে মহাসড়কের মোট দৈর্ঘ্য ৩৩৪ কিলোমিটার, যা ছিয়েমো জেলা থেকে কোরলা শহর পর্যন্ত ৩৫০ কিলোমিটার দূরত্ব কমিয়ে দিয়েছে। গত কয়েক দশক ধরে কোরলা শহর থেকে ছিয়েমো জেলায় গাড়িতে যেতে তিন দিন লাগতো। এখন মাত্র ৬ ঘন্টায় পৌঁছানো যাবে।

মহাসড়কের নির্মাণকাজ ২০১৭ সালের অক্টোবরে শুরু হয়। (ইয়াং/আলিম/ছাই)