চীনে জুনে উত্পাদন শিল্পে পিএমআই বেড়েছে
2022-06-30 18:12:30

জুন ৩০: ৩০শে জুন চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী,  চীনের ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) জুন মাসে ৫০.২ শতাংশে ফিরে এসেছে। টানা তিন মাস সংকোচনের পর তা আবার সম্প্রসারিত হয়েছে।

পরিসংখ্যান অনুসারে, উত্পাদন ও চাহিদা পুনরুদ্ধারে গতি এসেছে। জুন মাসে উত্পাদন সূচক এবং নতুন অর্ডার সূচক ছিল যথাক্রমে ৫২.৮ শতাংশ ও ৫০.৪ শতাংশ, যা গত মাসের তুলনায় ৩.১ ও ২.২ শতাংশ পয়েন্ট বেশি।

পরিসংখ্যান আরও বলছে, জুন মাসে হাই-টেক ম্যানুফ্যাকচারিং এবং ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং-এর পিএমআই ছিল যথাক্রমে ৫২.৮ শতাংশ ও ৫২.৫ শতাংশ, যা  আগের মাসের তুলনায় ২.৩ ও ৩.৩ শতাংশ পয়েন্ট বেশি। আর ভোগ্যপণ্য শিল্পের পিএমআই ছিল ৫০.৯ শতাংশ, যা আগের মাসের তুলনায় ০.৭ শতাংশ পয়েন্ট বেশি।

এদিকে, জুনে উত্পাদন ও ব্যবসায়িক কার্যকলাপের প্রত্যাশা সূচক ছিল ৫৫.২ শতাংশ, যা আগের মাসের তুলনায় ১.৩ শতাংশ পয়েন্ট বেশি। (ইয়াং/আলিম/ছাই)