হংকংয়ের বিভিন্ন মহলের তরুণ-তরুণীরা দেশ ও হংকংয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন
2022-06-30 15:19:34

জুন ৩০: হংকংয়ের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের ২৫তম বার্ষিকীর প্রাক্কালে স্থানীয় সর্বস্তরের তরুণ-তরুণীরা বলেন যে, তারা ক্রমাগত শেখা এবং তাদের নিজস্ব দক্ষতার মাধ্যমে, নিজ নিজ ক্ষেত্রে অগ্রগতি ও উদ্ভাবন চালিয়ে যাবেন। তারা দেশের সামগ্রিক উন্নয়নে আরও ভালভাবে অবদান রাখবেন এবং হংকংয়ের নতুন পরিস্থিতি ও নতুন অধ্যায় উন্মোচন করবেন।

হংকং ফেডারেশন অফ ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান লিয়াং ইউ-ওয়েই বলেন যে, হংকংয়ের তরুণরা দেশের উন্নয়নে অবদান রাখতে চায় এবং হংকংকে কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চল ও দেশের সার্বিক উন্নয়ন আরও একীভূত করার ক্ষেত্রে সহায়তা করতে চায়।

তিনি বলেন,

 ‘হংকংয়ে অনেক তরুণ আছে, যারা দেশের জন্য কিছু করতে চায়। চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা হংকংকে একটি পরিষ্কার অবস্থান এবং হংকংয়ের তরুণদের জন্য একটি সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। ভবিষ্যতে হংকংয়ের তরুণ বা শিল্পের বিকাশ যাই হোক না কেন, আমরা সত্যিকার অর্থে আমাদের লোকদের বিনিময়, রসদ ও তথ্যের যোগাযোগ প্রতিষ্ঠা করবো। দুই জায়গার তরুণরা একে অপরের কাছ থেকে শিখতে পারবে এবং সাহায্য করতে পারবে।

হংকংয়ের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন বা সিপিপিসিসি’র ইয়ুথ অ্যাসোসিয়েশনের নির্বাহী ডেপুটি সেক্রেটারি-জেনারেল হাউ ডান ডান মনে করেন, আমাদের যুব-শিক্ষা দিয়ে শুরু করা উচিত্, যাতে তারা তাদের জাতি সম্পর্কে আরও ভালভাবে বুঝতে পারে। আমি আশা করি, আমার কিছুটা শক্তি ব্যবহার করে আরও বেশি লোককে তাদের মাতৃভূমির সংস্কৃতি বোঝায় সাহায্য করব।

হংকংয়ের সব স্তরের যুবকরা হংকং এবং দেশের উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে তাদের শক্তি ব্যবহার করে কঠোর পরিশ্রম করছে। বর্তমানে হংকংয়ের পরিবেশ সুরক্ষা শিল্প কুয়াংতং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের নতুন সুযোগকে কাজে লাগিয়ে মূল ভূখণ্ডের শহরগুলোর সঙ্গে পরিবেশ সুরক্ষা খাতে উদ্ভাবনীমূলক সহযোগিতা জোরদার করেছে। হংকংয়ের পরিবেশ সুরক্ষা খাতে একজন তরুণ উদ্যোক্তা লিয়াং ই ইয়াং বলেন যে, তিনি হংকংয়ের পরিবেশ সুরক্ষা শিল্পের রূপান্তর এবং উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে আত্মবিশ্বাসী।

তিনি বলেন,

 ‘আশা করি, হংকংয়ের পরিবেশ সুরক্ষা খাতে সংস্কার ও সৃজনশীলতা তৈরি হবে। পরিবেশ সুরক্ষা থেকে অর্জিত পুঁজি আবার এই ক্ষেত্রে বরাদ্দ দেওয়া হবে বলে আমি আশা করি। প্রকৃত কিছু সমস্যার সমাধান করা যাবে।’

হংকং থেকে মুলভূভাগে শিল্প সৃষ্টি করা শেনচেন শহরের একটি হাইটেক লিমিটেড কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তা ইয়েন কুও শেং নিজেকে একটি উদাহরণ হিসেবে হংকংয়ের তরুণ তরুণীদের বিভিন্ন সুযোগ কাজে লাগানোর কথা বলেন। তিনি দেশের গুণগত মান উন্নয়নের প্লাটফর্মের সাহায্যে নিজের জীবনের মূল্য বাস্তবায়ন করার আহ্বান জানান।

তিনি বলেন,

 ‘কেন্দ্রীয় সরকার অনেক নীতি জারি করেছে এবং খাত সৃষ্টির খরচের ক্ষেত্রে অনেক সাহায্য করেছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, হংকংয়ের তরুণ তরুণীদের মুল ভূভাগে ফিরিয়ে আনা উচিত্। সরকার আমাদের অনেক সুবিধা দিয়েছে এবং চীনের বাজারও বিশাল। হংকংবাসীদের নিজ নিজ সুবিধা আছে এবং মুল ভূভাগের সামাজিক চাহিদার সমন্বয় করে আরও ভালোভাবে উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব হবে।’

সিনোপেক হংকং লিমিটেডের সরবরাহ চেইনের প্রধান লিন চি ইন বলেন, বর্তমানে হংকংয়ের তরুণ-তরুণীদের লেখাপড়া জোরালো করে ও দক্ষতা আয়ত্ত করে সক্রিয়ভাবে হংকংয়ের সামাজিক বিষয়াদিতে অংশগ্রহণ করা উচিত্। হংকংয়ের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও দেশের উন্নয়নে আরো বেশি অবদান রাখা উচিত্।

 

লিলি/তৌহিদ/শুয়ে