তিব্বতের লিনচো: গ্রামীণ পুনরুজ্জীবনে সহায়তা দিচ্ছে যন্ত্র
2022-06-30 19:22:47

জুন ৩০: সাম্প্রতিক বছরগুলিতে তিব্বতের লিনচো জেলায় কৃষিযন্ত্রপাতি সমবায়ের বিকাশ অব্যাহত থেকেছে। ঐতিহ্যগত চাষপদ্ধতিতে পরিবর্তন এসেছে, মানুষের জায়গা দখল করে নিয়েছে যন্ত্র। এতে শ্রমের চাহিদা মিটেছে এবং কৃষিকাজে অনেক উন্নতি ঘটেছে।  

     লিনচো জেলার কৃষি ও গ্রামীণ বিষয়ক ব্যুরোর তথ্য অনুসারে, ২০২২ সালের জুন পর্যন্ত, লিনচো জেলায় মোট কৃষিযন্ত্রপাতির সংখ্যা ছিল ২৮.৯৯৪ ইউনিট (সেট)। পাওয়ার মেশিনারি এবং অ-বিদ্যুত যন্ত্রপাতির হার ছিল প্রায় ৮৫ শতাংশ। ফসল রোপণ খাতে যান্ত্রিকীকরণ হয়েছে প্রায় ৯৫.৬ শতাংশ। আর ফসল কাটার ক্ষেত্রে যান্ত্রিকীকরণের হার প্রায় ৮৩ শতাংশ। জেলায় বিভিন্ন ধরনের ২১টি কৃষিযন্ত্রপাতি সমবায় রয়েছে, যার বার্ষিক পরিচালন পরিষেবা ক্ষেত্র ৭৩৩৩ হেক্টারেরও বেশি।

(ইয়াং/আলিম/ছাই)